মঙ্গলবার সকালে শোয়ার ঘর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধারের সময় একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গভীর রাত পর্যন্ত এক যুবককের সঙ্গে ফোনে কথা বলার প্রমাণ পেয়েছে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পুরাতন মালদহের মঙ্গলবাড়ী ঘোষপাড়া এলাকায়।
আরও পড়ুন : রেলে বিপুল চাকরি! ১০ পাস হলেই রয়েছে সুযোগ, জানুন বিশদে
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে ঘরের মধ্যে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখে হতভম্ব হয়েছিল পরিবারের লোকেরা। কারণ সোমবার রাতে সুস্থ স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে গিয়েছিল ওই ছাত্রী। পরিবারের কারও সঙ্গে কোনও বিবাদ বা কেউ বকাবকি করেনি। রাতে ঘুমাতে কি এমন হলো, তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ওই ছাত্রী।
আরও পড়ুন : আজ 'মন ভাল নেই'? এই চটজলদি খাবার দিয়েই মুড ফুরফুরে করে নিন
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম প্রিয়াঙ্কা ঘোষ (১৪)। অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। ইংরেজবাজার শহরের কন্যা শিক্ষালয়ে ছাত্রী। প্রতিদিন সকালে ঘুম থেকে নিজেই উঠে পড়ত। তবে মঙ্গলবার সকালে ঘুম থেকে দেরিতে ওঠায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। ঘুম থেকে তোলার জন্য দরজা খুলতেই দেখে ছাত্রীর দেহ ঘরের সিলিং-এর সঙ্গে ঝুলে রয়েছে। ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোকের ছায়া পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের লোকের প্রাথমিক অনুমান, ইংরেজবাজার শহরের একটি ছেলের সঙ্গে প্রেম ঘটিত কারণের জেরেই এই আত্মহত্যা করেছে। কারণ মোবাইল ফোনে গভীর রাত পর্যন্ত কথা বলার প্রমাণ মিলেছে।যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা থানার পুলিশ। মৃত ছাত্রীর আত্মীয় প্রশান্ত সরকার বলেন, রাতে খাওয়া-দাওয়া করে প্রতিদিনের মতো ঘুমাতে গিয়েছিল। সকালবেলা আমরা দেখি ঘরের মধ্যে ঝুলন্ত দেহ। বাড়িতে কারুর সঙ্গে কোনও বিবাদ বা ঝামেলা হয়নি। আমরা তাকে কোনও মোবাইল ফোন দিইনি। তবে মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এমনকি ওই মোবাইলের গভীর রাত পর্যন্ত একটি নম্বরে ফোন করার প্রমাণ মিলেছে। আমাদের প্রাথমিক অনুমান ফোনে কোনও বিবাদ হয়েছে।
হরষিত সিংহ