ইংরেজবাজার থানার শোভানগর গ্রামে বাড়ি প্রাক্তন স্কুল শিক্ষক গোলাম রব্বানির। বছর কয়েক আগে তিনি অবসর গ্রহণ করেছেন। পরিবারে আছে স্ত্রী সহ দুই মেয়ে। অভিযোগ, ওই গ্রামেরই বাসিন্দা হাবিয়ে কিবরিয়া তাঁর বাড়ির সামনে অবৈধ নির্মাণ শুরু করে। এর জন্য সে ওই প্রাক্তন শিক্ষকের বাড়ির সদর দরজা বন্ধ করে দেয়। তার উপরই নির্মাণ কাজ করতে থাকে। গোলাম রব্বানি বাধা দিলেও লাভ হয়নি। ওই প্রাক্তন স্কুল শিক্ষকের অভিযোগ, এলাকায় প্রভাবশালী হওয়ায় গায়ের জোর খাটিয়ে তাঁর বাড়ির দরজা বন্ধ করেই নির্মাণ কাজ চালু রাখে হাবিয়ে কিবরিয়া। বাধ্য হয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। অভিযোগ, থানায় কেন অভিযোগ দায়ের করেছেন এই প্রশ্ন তুলে হাবিয়ে কিবরিয়ার লোকজন গোলাম রব্বানি ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। এরপরই আতঙ্কে তাঁরা গ্রাম ছাড়েন।
advertisement
আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি গোলাপের নয়, চেঙ্গাইলের মানুষের কাছে চোখের জল ফেলার দিন!
এই ঘটনায় ইংরেজবাজার থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই প্রাক্তন স্কুল শিক্ষক। তাঁর দাবি, দ্বিতীয়বার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও তদন্ত করছে না। বাধ্য হয়ে তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং প্রভাবশালীদের দাদাগিরি নিয়ে ফের একবার অভিযোগ প্রকাশ্যে উঠে এল। এদিকে পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে পরিবার নিয়ে এখনও বাড়ি ছাড়া ওই শিক্ষক।
হরষিত সিংহ