Howrah News: ১৪ ফেব্রুয়ারি গোলাপের নয়, চেঙ্গাইলের মানুষের কাছে চোখের জল ফেলার দিন!

Last Updated:

দেশকে বাঁচাতে গিয়ে শহিদ হন ঘরের ছেলে। ঘটনাচক্রে সেই দিনটিও ছিল ১৪ ফেব্রুয়ারি। তবে এলাকার গর্ব শহিদ বাবলু সাঁতরাকে ভোলেনি চেঙ্গাইল। চারিদিকে ভ্যালেন্টাইনস ডে-র হুজুকের মধ্যেই সম্পূর্ণ শ্রদ্ধায় তাঁকে স্মরণ করলেন এলাকার মানুষ

+
title=

হাওড়া: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যা বিশ্বজুড়ে ভালোবাসার দিন হিসেবে পরিচিত। যদিও ভারতীয় সংস্কৃতির সঙ্গে এর কোন‌ও সম্পর্ক নেই। তবে বিশ্বায়নের যুগে ধীরে ধীরে দেশের যুব সমাজের কাছে এই দিনটি জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারিতেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জেলার অবন্তীনগরের কাছে ভারতীয় আধাসামরিক বাহিনীর কনভয়ের উপর ভয়ঙ্কর জঙ্গিহানা হয়। সেই ঘটনায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জ‌ওয়ান। তাঁদের মধ্যে ছিলেন হাওড়ার চেঙ্গাইলের চককাশির বাবলু সাঁতরা।
সেই ঘটনার পর চার বছর পেরিয়ে গেলেও এখনও বাবলুকে ভুলতে পারেনি এলাকার মানুষ। ১৪ ফেব্রুয়ারি এলেই চেঙ্গাইলে ভালোবাসার দিবস নয়, প্রয়াত বাবলু সাঁতরার জন্য কেঁদে ওঠে এলাকাবাসীর মন। সেই সঙ্গে ঘরের ছেলের দেশ রক্ষা করতে গিয়ে জীবন দেওয়ার গর্ব‌ও তাঁদের ঘিরে ধরে। তাই এই দিনটি তাঁরা বিশেষভাবে স্মরণ করেন। দিন কয়েক আগে থেকেই চলে প্রস্তুতি। এলাকার বিভিন্ন সংগঠন ও গ্রামের মানুষ বিভিন্ন স্থানে সরণ সভা ও সন্ধেয় বাবলু সাঁতরার প্রতিকৃতির সামনে বাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। মঙ্গলবার সকাল থেকেই বীর সেনা জওয়ানকে শ্রদ্ধা জানাতে ৮ থেকে ৮০ সকলেই হাজির হন। প্রতি বছরের মত এই বছরও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার চেঙ্গাইলের চককাশিতে শহিদ বাবলু সাঁতরার বাড়ির সামনে তাঁর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে তাকে সন্মান জানায় চেঙ্গাইলবাসী।
advertisement
advertisement
স্থানীয় একটি সংগঠন এলাকার গর্ব শহিদ বাবলু সাঁতরার স্মৃতিতে এবার প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্রছাত্রীর হাতে খাদ্য সামগ্রী ও পেন-খাতা তুলে দেয়। শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা নিজের হাতে ছাত্র-ছাত্রীদের এই সমস্ত সামগ্রী তুলে দেন। এই দিনটি প্রসঙ্গে প্রয়াত বাবলু সাঁতর মা বনমালা দেবী জানান, "সেই দিন ভোর রাতে ফোনে দুঃসংবাদ এসেছিল। সেই কষ্ট ভোলার নয়! তবে ছেলেকে দেশের মানুষ, গ্রামের মানুষ মনে রেখেছে। প্রতিবছর এই দিন গ্রামের মানুষ ও বাইরে থেকে বহু মানুষ বাড়িতে আসেন দেখা করতে।" বাড়ির সামনেই ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে শহিদ বাবলু সাঁতরার ছবি।
advertisement
বাড়ি থেকে সামান্য দূরে বাবলু সাঁতরার মূর্তি। সেখানে বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অভয় দাস, উপ পুরপ্রধান ইনামুর রহমান, উলুবেড়িয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিরঞ্জন অধিকারী, শহিদ বাবলু সাঁতরার মা বনবালা সাঁতরা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ১৪ ফেব্রুয়ারি গোলাপের নয়, চেঙ্গাইলের মানুষের কাছে চোখের জল ফেলার দিন!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement