আরও পড়ুন Birbhum News :নতুন ফাঁদ, অ্যাপ ডাউনলোড করেই অ্যাকাউন্ট থেকে হাওয়া ১১ লক্ষ টাকা!
বুধবার বিকেল নাগাদ মালদহ শহর সংলগ্ন গাবগাছি এলাকায় একটি নার্সিংহোম হানা দেয় মালদহ জেলা স্বাস্থ্য দফতরের একটি বিশেষ টিম। সাথে ছিল জেলা পুলিশ প্রশাসন ও ড্রাগ কন্ট্রোল দফতরের কর্তারা। জাতীয় সড়কের ধারে ওই নার্সিংহোমে অভিযান চালায় স্বাস্থ্য দফতরের কর্তারা। ডেপুটি সিএমওএইচ -১ ডা: মৌসুমী পাল বন্দ্যোপাধ্যায় ও ডিএসপি প্রশান্ত দেবনাথ, জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর আব্দুল অডুড সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। নার্সিংহোমের ভেতরে গিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
advertisement
আরও পড়ুন Howrah News: হাওড়া খড়গপুর শাখায় যাত্রীবোঝাই লোকাল ট্রেনের খুলে গেল বগি! ব্যাহত ট্রেন চলাচল
সেখানে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। এছাড়া অন্যান্য বিষয় সঠিকভাবে স্বাস্থ্য দফতরের নিয়ম অনুসারে চালানো হচ্ছে কিনা তা খুঁতিয়ে দেখেন স্বাস্থ্য কর্তারা। বিভিন্ন বিষয় গুলি তদারকি চালানোর সময় আধিকারিকদের নজরে আসে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়টি। নার্সিংহোমের মধ্যে রয়েছে একটি ওষুধের দোকান। যেখান থেকেই রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হয়ে থাকে।ওই ওষুধের দোকানেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার হওয়ায় রীতিমতো নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের কর্তারা।যদিও এবিষয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনরকম মন্তব্য করেনি।
Harashit Singha