মুরগি খামারের বিকট গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী! প্রতিবাদে পথ অবরোধ বিজেপির, পাল্টা সরব তৃণমূল

Last Updated:

BJP Road Blocked: জানা যাচ্ছে, শহরে সরকারি মুরগি খামার থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। এর জেরে অতিষ্ট ইংরেজবাজার পুর এলাকার এক নম্বর ওয়ার্ড, দুই নম্বর ওয়ার্ড, চার নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা

বিজেপির পথ অবরোধ
বিজেপির পথ অবরোধ
মালদহ, সেবক দেবশর্মাঃ মালদহে পথ অবরোধ করল বিজেপি। জানা যাচ্ছে, শহরে সরকারি মুরগি খামার থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। এর জেরে অতিষ্ঠ ইংরেজবাজার পুর এলাকার এক নম্বর ওয়ার্ড, দুই নম্বর ওয়ার্ড, চার নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এই বিষয়ে বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এবার এর প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি।
এদিন ইংরেজবাজারের গৌড় রোডে পথ অবরোধ করে পদ্ম ব্রিগেড। নেতৃত্বে ছিলেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুনঃ ৪ মাস ধরে জলবন্দি, নাজেহাল শতাধিক পরিবার! পুজোর আগে রানাঘাটে সাংঘাতিক পরিস্থিতি, দেখলে আঁতকে উঠবেন
বিজেপির কোনও কাজ নেই, লোক দেখানো আন্দোলন করে, অবরোধ করে মানুষকে হেনস্থা করছে বলে পাল্টা দাবি তৃণমূলের। এদিকে সমস্যার সমাধান না হলে বিজেপির পক্ষ থেকে মানুষকে নিয়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে সেই আঁচ টের পাওয়া যাচ্ছে। এই আবহে মালদহ শহরে পথ অবরোধ বিজেপির। মুরগি খামারের বিশ্রী গন্ধে নাজেহাল এলাকাবাসী। এই নিয়ে একাধিকবার বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন পথ অবরোধে নামে পদ্ম শিবির। পাল্টা সরব হয়েছে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মুরগি খামারের বিকট গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী! প্রতিবাদে পথ অবরোধ বিজেপির, পাল্টা সরব তৃণমূল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement