৪ মাস ধরে জলবন্দি, নাজেহাল শতাধিক পরিবার! পুজোর আগে রানাঘাটে সাংঘাতিক পরিস্থিতি, দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

Ranaghat Village Waterlogged: রানাঘাটে চার মাস ধরে জলবন্দি গ্রাম। বৃষ্টির জল নামতে না পারায় কাদা ও পচা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, হচ্ছে মশার উপদ্রব। এতে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে

+
জলের

জলের মধ্যে দিয়েই যাতায়াত গ্রামবাসীদের

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথঃ রানাঘাটে চার মাস ধরে জলবন্দি গ্রাম, নাজেহাল শতাধিক পরিবার। রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলের মাঠ এলাকায় প্রায় ৫০০-৬০০ পরিবার টানা চার মাস ধরে জলবন্দি হয়ে রয়েছেন। এলাকায় কোনও সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই গোটা গ্রামজুড়ে জল জমে যায়। এর ফলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা একপ্রকার অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার পঞ্চায়েতে লিখিত আকারে সমস্যার কথা জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, সকলে চরম দুর্ভোগের শিকার। বৃষ্টির জল নামতে না পারায় কাদা ও পচা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, হচ্ছে মশার উপদ্রব। এতে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ হাড়ভাঙা খাটুনিতে তৈরি হয় হাজার শালপাতা! অথচ মহাজন যা দাম দেন, শুনলে অবাক লাগবে
এলাকাবাসীদের ক্ষোভ, ভোটের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে আর তাঁদের দেখা মেলে না। গ্রামবাসীদের কথায়, “চার মাস ধরে ঘরে জল, রাস্তায় জল, অথচ কোনও সমাধান নেই। প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে, কাজ হচ্ছে না।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে দ্রুত নিকাশি ব্যবস্থা তৈরি করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪ মাস ধরে জলবন্দি, নাজেহাল শতাধিক পরিবার! পুজোর আগে রানাঘাটে সাংঘাতিক পরিস্থিতি, দেখলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement