আর্থিক অনটনেও থেমে নেই লড়াই ! জাতীয় স্তরে সফট বলে খেলবে মালদহের কিরণ

Last Updated:
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের জমশেদপুরে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের ১৫ তম ইস্ট জোন সফটবল প্রতিযোগিতা।
1/6
এবারে জাতীয় স্তরে সফটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বাংলার হয়ে পাড়ি দিবে মালদহের মেয়ে কিরণ দাস। জাতীয় স্তরের ১৫ তম ইস্ট জোন সফটবল প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলার সুযোগ হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
এবারে জাতীয় স্তরে সফটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বাংলার হয়ে পাড়ি দিবে মালদহের মেয়ে কিরণ দাস। জাতীয় স্তরের ১৫ তম ইস্ট জোন সফটবল প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলার সুযোগ হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
এর আগেও একাধিকবার রাজ্য স্তরে ভাল খেলে জেলার নাম উজ্জ্বল করেছে কিরণ। ভাল খেলায় বাংলার হয়ে এর আগেও জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বিশেষ সফলতা না পেলেও বাংলা দলকে তৃতীয় স্থানে নিয়ে গিয়ে হাসিল হয় ব্রোঞ্জ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
এর আগেও একাধিকবার রাজ্য স্তরে ভাল খেলে জেলার নাম উজ্জ্বল করেছে কিরণ। ভাল খেলায় বাংলার হয়ে এর আগেও জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বিশেষ সফলতা না পেলেও বাংলা দলকে তৃতীয় স্থানে নিয়ে গিয়ে হাসিল হয় ব্রোঞ্জ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
মালদহের ইংরেজবাজার শহরের কুলদীপ মিশ্র কলোনি এলাকায় বাড়ি কিরণ দাসের। মালদা কলেজের তৃতীয় সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করে কিরণ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী কিরণ দাস।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহের ইংরেজবাজার শহরের কুলদীপ মিশ্র কলোনি এলাকায় বাড়ি কিরণ দাসের। মালদা কলেজের তৃতীয় সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করে কিরণ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী কিরণ দাস।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
বয়সের ভারে বাড়িতেই থাকেন বাবা গোপাল দাস। পরিবারের হাল ধরতে মা সরস্বতী দাস একটি হোটেলে রুটি রান্নার কাজ করেন। তবে নিজের পড়াশোনার খরচ বের করতে বাড়িতে টিউশন পড়িয়ে সামান্য টাকা রোজগার করে কিরণ। পরিবারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও তাঁর স্বপ্নের কাছে হার মেনেছে সমস্ত রকম প্রতিকূলতা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বয়সের ভারে বাড়িতেই থাকেন বাবা গোপাল দাস। পরিবারের হাল ধরতে মা সরস্বতী দাস একটি হোটেলে রুটি রান্নার কাজ করেন। তবে নিজের পড়াশোনার খরচ বের করতে বাড়িতে টিউশন পড়িয়ে সামান্য টাকা রোজগার করে কিরণ। পরিবারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও তাঁর স্বপ্নের কাছে হার মেনেছে সমস্ত রকম প্রতিকূলতা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
কিরণের কোচ অসিত পাল জানান, ‘‘বরাবরই খেলায় ভাল কিরণ দাস। সে সফটবল খেলায় এর আগেও জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ইত্যাদি জায়গায় আয়োজিত জাতীয় স্তরে সফটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হয়েছে তাঁর। আশা করছি আগামী দিনে বাংলার হয়ে ভাল খেলে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়ে জেলার নাম উজ্জ্বল করবে।’’ (ছবি ও তথ্য: জিএম মোমিন)
কিরণের কোচ অসিত পাল জানান, ‘‘বরাবরই খেলায় ভাল কিরণ দাস। সে সফটবল খেলায় এর আগেও জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ইত্যাদি জায়গায় আয়োজিত জাতীয় স্তরে সফটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হয়েছে তাঁর। আশা করছি আগামী দিনে বাংলার হয়ে ভাল খেলে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়ে জেলার নাম উজ্জ্বল করবে।’’ (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের জামশেদপুরে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের ১৫ তম ইস্ট জোন সফটবল প্রতিযোগিতা। সেখানে বাংলার দলের হয়ে খেলতে যাবে মালদহ শহরের মেয়ে কিরণ দাস। এর আগেও জাতীয় স্তরে একাধিকবার খেলার সুযোগ করেছেন তিনি। মালদহের মেয়ের এমন সাফল্যের পর আশায় বুক বেঁধেছেন জেলাবাসী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের জামশেদপুরে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের ১৫ তম ইস্ট জোন সফটবল প্রতিযোগিতা। সেখানে বাংলার দলের হয়ে খেলতে যাবে মালদহ শহরের মেয়ে কিরণ দাস। এর আগেও জাতীয় স্তরে একাধিকবার খেলার সুযোগ করেছেন তিনি। মালদহের মেয়ের এমন সাফল্যের পর আশায় বুক বেঁধেছেন জেলাবাসী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement