Howrah News: হাওড়া খড়গপুর শাখায় যাত্রীবোঝাই লোকাল ট্রেনের খুলে গেল বগি! ব্যাহত ট্রেন চলাচল

Last Updated:
যাত্রীবোঝাই লোকাল ট্রেনের কাপলি়ং খুলে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল
1/5
যাত্রীবোঝাই লোকাল ট্রেনের বগি খুলে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার আবাদা রেলস্টেশনের ঘটনা। উলুবেরিয়া থেকে হাওড়া গ্রামে যাত্রী বোঝাই লোকাল ট্রেনের হঠাৎই কাপলিং খুলে বিপত্তি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা। (প্রতিবেদন, রাকেশ মাইতি)
যাত্রীবোঝাই লোকাল ট্রেনের বগি খুলে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার আবাদা রেলস্টেশনের ঘটনা। উলুবেরিয়া থেকে হাওড়া গ্রামে যাত্রী বোঝাই লোকাল ট্রেনের হঠাৎই কাপলিং খুলে বিপত্তি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা। (প্রতিবেদন, রাকেশ মাইতি)
advertisement
2/5
জানা যায় উলুবেরিয়া থেকে হাওড়া দিকে যাবার সময়ে যাত্রী বোঝাই লোকাল ট্রেনের বগি খুলে বিপত্তি। উলুবেরিয়া দিক থেকে হাওড়ায় যাচ্ছিল লোকাল ট্রেনটি সকাল ৯টা নাগাদ আবাদা স্টেশনের কাছাকাছি এসে যাত্রীরা অনুভব করে হঠাৎই একটা জোর ঝাঁকুনি।
জানা যায় উলুবেরিয়া থেকে হাওড়া দিকে যাবার সময়ে যাত্রী বোঝাই লোকাল ট্রেনের বগি খুলে বিপত্তি। উলুবেরিয়া দিক থেকে হাওড়ায় যাচ্ছিল লোকাল ট্রেনটি সকাল ৯টা নাগাদ আবাদা স্টেশনের কাছাকাছি এসে যাত্রীরা অনুভব করে হঠাৎই একটা জোর ঝাঁকুনি।
advertisement
3/5
ট্রেনটি থমকে পড়ে, ট্রেনের যাত্রীরা দেখেন ট্রেনটির মাঝ বরাবর কাপলিং খুলে গিয়েছে । দুর্ভোগে রেল যাত্রীরা রেল থেকে নেমে পড়ে। উলুবেরিয়া থেকে হাওড়া যাবার পথে সকাল ৯টা নাগাদ আবাদা স্টেশনে এসে দুর্ঘটনা। ৫ দিনে পরপর তিনটি দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।
ট্রেনটি থমকে পড়ে, ট্রেনের যাত্রীরা দেখেন ট্রেনটির মাঝ বরাবর কাপলিং খুলে গিয়েছে । দুর্ভোগে রেল যাত্রীরা রেল থেকে নেমে পড়ে। উলুবেরিয়া থেকে হাওড়া যাবার পথে সকাল ৯টা নাগাদ আবাদা স্টেশনে এসে দুর্ঘটনা। ৫ দিনে পরপর তিনটি দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।
advertisement
4/5
রবিবার বিকালে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা তাতে কয়েক ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত। গতকাল বুধবার সন্ধ্যায় বিরশিবপুর ও কুলগাছিয়ার মাঝে ডাউন লাইনে মাল গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে মাল গাড়িটি দাঁড়িয়ে পড়ে লাইনের উপর।
রবিবার বিকালে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা তাতে কয়েক ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত। গতকাল বুধবার সন্ধ্যায় বিরশিবপুর ও কুলগাছিয়ার মাঝে ডাউন লাইনে মাল গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে মাল গাড়িটি দাঁড়িয়ে পড়ে লাইনের উপর।
advertisement
5/5
তারপরে লাইনে পরপর দাঁড়িয়ে পরে লোকাল ট্রেনও ভোগান্তি যাত্রীদের। তাতেও ট্রেন চলাচল ব্যাহত হয় বেশ কিছুক্ষণ। বৃহস্পতিবার সকালে অফিস টাইমে আবারও এই ঘটনায়, সমস্যায় বহু যাত্রী।
তারপরে লাইনে পরপর দাঁড়িয়ে পরে লোকাল ট্রেনও ভোগান্তি যাত্রীদের। তাতেও ট্রেন চলাচল ব্যাহত হয় বেশ কিছুক্ষণ। বৃহস্পতিবার সকালে অফিস টাইমে আবারও এই ঘটনায়, সমস্যায় বহু যাত্রী।
advertisement
advertisement
advertisement