এদিন ইংরেজবাজারের গৌড় রোডে পথ অবরোধ করে পদ্ম ব্রিগেড। নেতৃত্বে ছিলেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুনঃ ৪ মাস ধরে জলবন্দি, নাজেহাল শতাধিক পরিবার! পুজোর আগে রানাঘাটে সাংঘাতিক পরিস্থিতি, দেখলে আঁতকে উঠবেন
বিজেপির কোনও কাজ নেই, লোক দেখানো আন্দোলন করে, অবরোধ করে মানুষকে হেনস্থা করছে বলে পাল্টা দাবি তৃণমূলের। এদিকে সমস্যার সমাধান না হলে বিজেপির পক্ষ থেকে মানুষকে নিয়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে সেই আঁচ টের পাওয়া যাচ্ছে। এই আবহে মালদহ শহরে পথ অবরোধ বিজেপির। মুরগি খামারের বিশ্রী গন্ধে নাজেহাল এলাকাবাসী। এই নিয়ে একাধিকবার বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন পথ অবরোধে নামে পদ্ম শিবির। পাল্টা সরব হয়েছে তৃণমূল।