মশার বংশ নিমেষে হবে ধবংস! ২৫ লক্ষ টাকা বরাদ্দ গ্রামে, কাজ শুরু হতেই আহ্লাদে আটখানা বাসিন্দারা

Last Updated:
ইংরেজবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ পার্থ সরকার জানান, "এবছর এই ব্লক এলাকায় প্রায় ৭০ জন ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে অধিকাংশ রোগীরা ছিলেন এই এলাকা থেকে।"
1/6
এবার হয়ত মিলবে পতঙ্গবাহিত রোগ থেকে মুক্তি। বাড়ির দরজায় সারা বছর জমে থাকত জল। জলযন্ত্রণা অতিষ্ঠ ছিলেন গ্রামের কয়েক হাজার মানুষ। তবে এবারে সেই সমস্যার সমাধান হল। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি ব্যবস্থার কাজ হল গ্রামে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
এবার হয়ত মিলবে পতঙ্গবাহিত রোগ থেকে মুক্তি। বাড়ির দরজায় সারা বছর জমে থাকত জল। জলযন্ত্রণা অতিষ্ঠ ছিলেন গ্রামের কয়েক হাজার মানুষ। তবে এবারে সেই সমস্যার সমাধান হল। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি ব্যবস্থার কাজ হল গ্রামে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
জল জমায় হাঁটা চলার পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগতে হত গ্রামবাসীদের। সারা বছর বিভিন্ন পতঙ্গবাহিত রোগের সম্মুখীন হতে হত গ্রামবাসীদের। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর ইত্যাদি বিভিন্ন পতঙ্গবাহিত রোগে আক্রান্ত হতেন গ্রামবাসীরা।
জল জমায় হাঁটা চলার পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগতে হত গ্রামবাসীদের। সারা বছর বিভিন্ন পতঙ্গবাহিত রোগের সম্মুখীন হতে হত গ্রামবাসীদের। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর ইত্যাদি বিভিন্ন পতঙ্গবাহিত রোগে আক্রান্ত হতেন গ্রামবাসীরা।
advertisement
3/6
কংক্রিটের ঢালাই রাস্তা থাকলেও এতদিন ছিল না কোনওরকম নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছিলেন নিকাশি নালার জন্য। পঞ্চায়েত দফতর থেকে জেলা প্রশাসন সমস্ত জায়গায় জানিয়েও হয়নি সমাধান।
কংক্রিটের ঢালাই রাস্তা থাকলেও এতদিন ছিল না কোনওরকম নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছিলেন নিকাশি নালার জন্য। পঞ্চায়েত দফতর থেকে জেলা প্রশাসন সমস্ত জায়গায় জানিয়েও হয়নি সমাধান।
advertisement
4/6
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল গ্রামবাসীদের। মালদহ জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সূচনা হল গ্রামের নিকাশি নালার কাজের। ঘটা করে গ্রামবাসীদের নিয়ে শিলান্যাস করা হল নিকাশি নালার কাজের।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল গ্রামবাসীদের। মালদহ জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সূচনা হল গ্রামের নিকাশি নালার কাজের। ঘটা করে গ্রামবাসীদের নিয়ে শিলান্যাস করা হল নিকাশি নালার কাজের।
advertisement
5/6
মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের আটগামা গ্রামে এদিন এই কাজের শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি জানান,
মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের আটগামা গ্রামে এদিন এই কাজের শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি জানান, "এই গ্রামে ছিলনা কোনওরকম নিকাশি ব্যবস্থা। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় ৪০০ মিটার এলাকা জুড়ে নতুন ড্রেন নির্মাণের কাজ হবে।"
advertisement
6/6
ইংরেজবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ পার্থ সরকার জানান,
ইংরেজবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ পার্থ সরকার জানান, "এবছর এই ব্লক এলাকায় প্রায় ৭০ জন ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে অধিকাংশ রোগীরা ছিলেন এই এলাকা থেকে। পতঙ্গবাহিত রোগ থেকে রক্ষা পেতে অন্যতম উপায় হচ্ছে নিকাশি ব্যবস্থা। এলাকায় নিকাশি ব্যবস্থা সচল থাকলে পতঙ্গবাহিত বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement