গাছ হল মানুষের প্রিয় বন্ধু। গাছ মানুষকে নানান ভাবে সাহায্য করছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বেআইনি ভাবে গাছ কেটে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আগামীতে মানুষ সমস্যায় পড়বে। পরিবেশ রক্ষা করা সকলের কর্তব্য। সেই বার্তা দিতেই গাছকে ভাই মেনে রাখি বাঁধল খুদে পড়ুয়ারা। তাদের মূল লক্ষ্য মানুষ যেন গাছ না কাটে।
advertisement
আরও পড়ুন: পড়ে রইল পুজোর ফুল, ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল দেহ! লরির ধাক্কায় এক মুহূর্তে সব শেষ
ছাত্রী পর্ণা তালুকদার বলেন, “রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা গাছকে ভাই হিসেবে রাখি পরালাম। আমাদের মূল উদ্দেশ্য কাজ যেন কেউ না কাটে। পরিবেশে গাছ আছে বলে আজ আমরা বেঁচে আছি। তাই গাছকে আমাদের রক্ষা করতে হবে।
আরও পড়ুন: হেরিটেজ ঘোষণা করা হল গোবরডাঙ্গার ৫ টি দর্শনীয় স্থানকে, খুশি এলাকাবাসী
মালদহের ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় একটি স্কুলের ছাত্রীরা এই উদ্যোগে সামিল হয়েছিলেন। এদিন সকালে ছাত্রীরা স্কুলে এসেই প্রথমে গাছকে রাখি পড়াতে শুরু করে। অনেকেই নিজের হাতে রাখি তৈরি করে নিয়ে এসেছিল। গাছে বাঁধার সুবিধার মত সুতো দিয়ে বড় বড় আকারের রাখি তৈরি করেছে তারা। নিজেদের হাতে তৈরি করা রাখির মধ্যেও সবুজ রক্ষার বার্তা রয়েছে।
স্কুল ক্যাম্পাসেই রয়েছে বাগান। সেখানে একাধিক বড় বড় গাছে ছাত্রীরা এক সঙ্গে গিয়ে রাখি পড়ায়। তাদের এই উদ্যোগে সামিল হয়েছিল স্কুল কতৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস বলেন, “রাখি বন্ধন উৎসব পালন করলাম। সমাজ, রাষ্ট্র, প্রকৃতির সুরক্ষার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ বাঁচানোর বার্তা দেওয়া হল এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। ছাত্রীরা গাছে রাখি বাঁধল।”
হরষিত সিংহ