মূলত পরিকল্পনা মাফিকই শ্রমিক লাগিয়ে কাজ করে থাকেন মন্ডপের শিল্পীরা। গত ৩-৪ দিন ধরে লাগাতার বৃষ্টির জোরে একেবারেই কাছে এগোতে পারছেন না শিল্পীরা। এমনকি মন্ডপের বাঁশ বাধা কাজ এগোচ্ছে না। এতে কাজ অনেকটা পিছিয়ে পড়ছে।এর ফলে মাথায় হাত পড়েছে বিভিন্ন ক্লাবকর্তা ও ডেকোরেটার শিল্পীদের। বিগ বাজেটের পুজোমন্ডপগুলির এখনো বহু কাজ বাকি। বর্ষণের ফলে থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ।
advertisement
আরও পড়ুনঃ নিম্নচাপের টানা বৃষ্টি, জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল
ডেকোরেটার শিল্পীরা জানিয়েছেন, এখনো বহুদিনের কাজ বাকি রয়েছে। এইভাবে বৃষ্টি পড়লে রাত জেগে সম্পূর্ণ করতে হবে কাজ। বৃষ্টির জেরে বিগ বাজেটের পুজো গুলির কাজ পিছিয়ে পড়ছে। বৃষ্টি থামলে অতিরিক্ত শ্রমিক নিযুক্ত করতে হবে শিল্পীদের। রাতে অতিরিক্ত কাজ করে এগোনোর চেষ্টা। কর্নার পর এই বছর সাড়ম্বরের সাথে পুজোর সম্ভাবনা। এখন থেকেই তৈরি হচ্ছে সাধারণ মানুষ থেকে বিগ বাজেট পুজো কর্তারা। পুজোর প্রাক মুহূর্তে লাগাতার বৃষ্টি চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের।
Harashit Singha





