TRENDING:

Malda News: বৃষ্টিতে বিঘ্ন মন্ডপের কাজ, সময়ে শেষ করতে অতিরিক্ত কাজ করছেন শিল্পীরা

Last Updated:

নিন্মচাপের জেরে লাগাতার বৃষ্টি, রাত থেকে দিন অঝরে পড়েই চলেছে বৃষ্টি। পুজোর প্রাক মুহুর্তে নিন্মচাপের বৃষ্টিতে মন্ডপ তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : নিন্মচাপের জেরে লাগাতার বৃষ্টি, রাত থেকে দিন অঝরে পড়েই চলেছে বৃষ্টি। পুজোর প্রাক মুহুর্তে নিন্মচাপের বৃষ্টিতে মন্ডপ তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু পুজো মন্ডপে জল জমে কাজে সমস্যা। এমনকি কুমোরটুলিতে প্রতিমায় মাটির প্রলেপ শুকতে দেরি হচ্ছে। তাঁর জেরে কাজ এগোতে পারছেন না মৃৎশিল্পীরা। সব থেকে বৃষ্টির ফলে সমস্যা হচ্ছে মন্ডপ তৈরির কাজে। মালদহ শহরে একাধিক বিগ বাজেটের পুজো রয়েছে। বিগ বাজেটের পুজো গুলি বিভিন্ন থিমের পুজো করে থাকে। শিল্পীদের থিমের কাজ তৈরি করতে অনেক সময় সাপেক্ষ।
advertisement

মূলত পরিকল্পনা মাফিকই শ্রমিক লাগিয়ে কাজ করে থাকেন মন্ডপের শিল্পীরা। গত - দিন ধরে লাগাতার বৃষ্টির জোরে একেবারেই কাছে এগোতে পারছেন না শিল্পীরা। এমনকি মন্ডপের বাঁশ বাধা কাজ এগোচ্ছে না। এতে কাজ অনেকটা পিছিয়ে পড়ছে।এর ফলে মাথায় হাত পড়েছে বিভিন্ন ক্লাবকর্তা ডেকোরেটার শিল্পীদের। বিগ বাজেটের পুজোমন্ডপগুলির এখনো বহু কাজ বাকি। বর্ষণের ফলে থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ।

advertisement

আরও পড়ুনঃ নিম্নচাপের টানা বৃষ্টি, জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল

 

View More

 

ডেকোরেটার শিল্পীরা জানিয়েছেন, এখনো বহুদিনের কাজ বাকি রয়েছে। এইভাবে বৃষ্টি পড়লে রাত জেগে সম্পূর্ণ করতে হবে কাজ। বৃষ্টির জেরে বিগ বাজেটের পুজো গুলির কাজ পিছিয়ে পড়ছে। বৃষ্টি থামলে অতিরিক্ত শ্রমিক নিযুক্ত করতে হবে শিল্পীদের। রাতে অতিরিক্ত কাজ করে এগোনোর চেষ্টা। কর্নার পর এই বছর সাড়ম্বরের সাথে পুজোর সম্ভাবনা। এখন থেকেই তৈরি হচ্ছে সাধারণ মানুষ থেকে বিগ বাজেট পুজো কর্তারা। পুজোর প্রাক মুহূর্তে লাগাতার বৃষ্টি চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
সব বাঁধা অতিক্রম করে এগিয়ে চলেছেন দীপঙ্কর, স্বপ্ন ভারতীয় ক্রিকেট দলে খেলা
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বৃষ্টিতে বিঘ্ন মন্ডপের কাজ, সময়ে শেষ করতে অতিরিক্ত কাজ করছেন শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল