TRENDING:

Malda News: মানবিক পুলিশ! নাবালিকার বিয়ে রুখে মা'কেও দিল কাজের আশ্বাস

Last Updated:

অভাবের তাড়নায় কিশোরীর ভিনরাজ্যে বিয়ের ব্যবস্থা করেছিল পরিবার। কিশোরীকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল রাজস্থান। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে কিশোরীকে‌।কিশোরীর বিয়ে রুখে পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : অভাবের তাড়নায় কিশোরীর ভিনরাজ্যে বিয়ের ব্যবস্থা করেছিল পরিবার। কিশোরীকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল রাজস্থান। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে কিশোরীকে‌। কিশোরীর বিয়ে রুখে পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিল পুলিশ। পুলিশের পক্ষ থেকেদেওয়া হলো সমস্ত রকম সাহায্যের আশ্বাস। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এমন মানবিক রূপে খুশি স্থানীয় গ্রামের বাসিন্দারা। ওই কিশোরীর বাবা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজস্থানে কর্মরত। দীর্ঘদিন ধরেই সেখানে কাজ করেন। বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই মেয়ে। দুটি মেয়ে নাবালিকা।
advertisement

এদিকে অভাবের সংসারে দুই মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছেন মা। মায়ের সঙ্গেই থাকে ১৪ বছরের কিশোরী মেয়ে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হত-দরিদ্র পরিবার। লোকের কাছে চেয়ে চিনতে চলে সংসার। তাই বাবা মা সিদ্ধান্ত নেয় কষ্ট করে মেয়েকে বিয়ে দেবে। ভিন রাজ্যে সহজে মেয়ের বিয়ে সম্ভব, তাই সোমবার বিয়ের উদ্দেশ্যে কিশোরী মেয়েকে নিয়ে বাবার কাছে রাজস্থানে যাচ্ছিলেন মা। কিন্তু মেয়ের বিয়ের বয়স হয়নি। পুলিশের কানে খবর পৌঁছাতেই রুখে দিল পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ চালু হয়ে গেল রবিশস্যের কৃষক বিমা, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

সাথে তাদের পরিবারের সমস্ত রকম দায়িত্ব নিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে কিশোরীর মাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের ভুমিকাতে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। ওই কিশোরীর মা বলেন, আমাদের সংসারে অভাব অনটন। তাই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা করি। স্বামী রাজস্থানে কাজ করে, সেখানেই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের আটকায়। পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মানবিক পুলিশ! নাবালিকার বিয়ে রুখে মা'কেও দিল কাজের আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল