এদিকে অভাবের সংসারে দুই মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছেন মা। মায়ের সঙ্গেই থাকে ১৪ বছরের কিশোরী মেয়ে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হত-দরিদ্র পরিবার। লোকের কাছে চেয়ে চিনতে চলে সংসার। তাই বাবা মা সিদ্ধান্ত নেয় কষ্ট করে মেয়েকে বিয়ে দেবে। ভিন রাজ্যে সহজে মেয়ের বিয়ে সম্ভব, তাই সোমবার বিয়ের উদ্দেশ্যে কিশোরী মেয়েকে নিয়ে বাবার কাছে রাজস্থানে যাচ্ছিলেন মা। কিন্তু মেয়ের বিয়ের বয়স হয়নি। পুলিশের কানে খবর পৌঁছাতেই রুখে দিল পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ চালু হয়ে গেল রবিশস্যের কৃষক বিমা, কীভাবে আবেদন করবেন? জেনে নিন
সাথে তাদের পরিবারের সমস্ত রকম দায়িত্ব নিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে কিশোরীর মাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের ভুমিকাতে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। ওই কিশোরীর মা বলেন, আমাদের সংসারে অভাব অনটন। তাই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা করি। স্বামী রাজস্থানে কাজ করে, সেখানেই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের আটকায়। পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ।
Harashit Singha