শুক্রবার মালদহ থানার পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয় সাহাপুর ডিসকোমোড় সংলগ্ন এলাকায়। রাস্তার ধারে যে সমস্ত গাড়ি বেআইনিভাবে পার্কিং করা রয়েছে সেগুলিতে স্পট ফাইন করেন উপস্থিত পুলিশকর্তারা। উল্লেখ পুরাতন মালদহের সাহাপুর এলাকায় মালদহ ও নালাগোলা রাজ্য সড়কের ধারে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে। নার্সিংহোম ও ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি হওয়ায় নিয়মিত প্রচুর গাড়ি আছে এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ বিচ্ছিন্ন হয়ে রয়েছে তিনটি ব্লক! আজও তৈরি হয়নি মহানন্দা নদীর উপর সেতু
নার্সিংহোম তৈরি হলো নেই কোন পার্কিং ব্যবস্থা। রোগী ও রোগীর আত্মীয়রা যে সমস্ত গাড়িতে আসছেন সেগুলি রাস্তার ধারেই পার্কিং করে রাখছে। নিত্যদিন এমন পার্কিংয়ের জেরে সমস্যায় পড়ছেন বহু সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। তাই রাজ্য সড়কের যানজট সমস্যা ও যানবাহন চলাচলে কোন জাতের সমস্যার তৈরি না হয় তার জন্য বিশেষ অভিযান মালদহ থানার পুলিশের। মালদা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিয়মিত চালানো হবে এই অভিযান।
Harashit Singha