Malda News: বিচ্ছিন্ন হয়ে রয়েছে তিনটি ব্লক! আজও তৈরি হয়নি মহানন্দা নদীর উপর সেতু
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
একটি নদী বিচ্ছিন্ন করে রেখেছে তিনটি ব্লকের বিস্তৃত এলাকা। নদী পারাপারে বর্ষার মরশুমে ভরসা নৌকা, নদীর জল কমে গেলে বছরের অন্যান্য সময়ে বাঁশের সাঁকো তৈরি করে তিনটি ব্লকের লক্ষাধিক বাসিন্দা নদী পারাপার করেন।
#মালদহ : একটি নদী বিচ্ছিন্ন করে রেখেছে তিনটি ব্লকের বিস্তৃত এলাকা। নদী পারাপারে বর্ষার মরশুমে ভরসা নৌকা, নদীর জল কমে গেলে বছরের অন্যান্য সময়ে বাঁশের সাঁকো তৈরি করে তিনটি ব্লকের লক্ষাধিক বাসিন্দা নদী পারাপার করেন। বাঁশের সাঁকো দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারেনা। এদিকে খুদে পড়ুয়া থেকে শিশুদের বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। মালদহের পীরগঞ্জ ঘাটে মহানন্দা নদীর উপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। সেতুর দাবিতে বহুবার প্রশাসনের দারস্থ হয়েছেন বাসিন্দারা। এমনকি সেতু তৈরির জন্য এলাকা পরিদর্শন পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরে আর কোন কাজ হয়নি।
মহানন্দা নদীর পীরগঞ্জ ঘাটে একদিকে পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি পঞ্চায়েত। অপরদিকের পাশাপাশি ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েত ও রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ পঞ্চায়েত। তিনটি ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েতের শতাধিক গ্রামের মানুষ প্রতিদিন এই নদীর উপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু নেই কোন স্থায়ী সেতু। অস্থায়ী বাসের সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়া রয়েছে নৌকা পারাপারের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুনঃ রাজ্য সড়ক জুড়ে বেআইনি পার্কিং, অভিযান চালিয়ে জরিমানা পুলিশের
এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। বহু কৃষক রয়েছেন যাদের বাড়ি নদীর একতীরে কিন্তু চাষের জমি রয়েছে অপর তীরে। এইক্ষেত্রে কৃষকদের কৃষিকাজে সমস্যায় পড়তে হচ্ছে। কৃষিজ ফসল ঘরে তুলে আনতে সমস্যা হয়। অপরদিকে বিভিন্ন কৃষি ফসল বাজারে হাটে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। এলাকার তিনটি ব্লকের সাধারণ মানুষের সুবিধার জন্য বারবার এলাকাবাসী স্থায়ী পাকা ব্রিজের দাবি জানিয়েছে। কিন্তু দাবি এখনো পূরণ হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাদক খাইয়ে পরিযায়ী শ্রমিকের সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা
সামনে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন মানুষ চায় প্রতিবারের মতো প্রতিশ্রুতি নয় এবার স্থায়ী ব্রিজের ব্যবস্থা যাতে করা হয়।মালদহ জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ শামসুল হক বলেন, ইন্সপেকশন হয়ে গেছে দ্রুত বীজ নির্মাণ করা হবে তবে তা কবে হবে তা কোন স্পষ্ট করে জানাতে পারেননি। তবে গ্রামের বাসিন্দারা প্রতিশ্রুতি নয়, চাইছেন সমাধান। এলাকায় ব্রিজ হলে তিনটি ব্লকের বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। এমনকি যোগাযোগ ব্যবস্থা ও মসৃণ হবে গোটা এলাকার। এতে লাভবান হবেন এলাকার কৃষক থেকে সাধারণ মানুষ।
advertisement
Harashit Singha
Location :
First Published :
December 02, 2022 9:36 PM IST