TRENDING:

Malda News- প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নিতে অনীহা মালদহবাসীর, মানুষকে সচেতন করতে উদ্যোগী জেলা স্বাস্থ্য দফতর

Last Updated:

করোনা ভ্যাকসিন নিতে অনীহা সাধারণ মানুষের মধ্যে। প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নিচ্ছেন না অনেকেই। সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী মালদহ জেলা স্বাস্থ্য দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ- মালদহে করোনা ভ্যাকসিন নিতে অনীহা সাধারণ মানুষের। এদিকে দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ধীরে ধীরে ফের বাড়ছে করোনার প্রকোপ। দেশের বেশ কিছু এলাকায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলছে। স্বাস্থ্য দফতর থেকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাঝে করোনা প্রকোপ কমে যাওয়ায় একশ্রেণির মানুষের মধ্যে ভ্যাকসিন নিতে অনীহা দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরেই মালদহের ভ্যাকসিন কেন্দ্রগুলি ফাঁকা থাকছে। অধিকাংশ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিতে আগ্রহ প্রকাশ করছেন না বহু মানুষ। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলেই জন সাধারণের মধ্যে এমন অনীহা দেখা দিচ্ছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।
advertisement

প্রথম থেকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকাদান কেন্দ্রে তৈরি করা হয়েছে। এখানে শহর ও জেলার বিভিন্ন প্রান্তের মানুষ করোনা ভ্যাকসিন নিতে ভিড় করতেন। তবে বর্তমানে সেই ভিড় লক্ষ করা যাচ্ছেনা। টিকাকেন্দ্রে কর্মীরা এসে বসে থাকছেন। এই রকম পরিস্থিতি কিভাবে টিকাকরণ কর্মসূচির উপর জোর দেওয়া যায় সেই বিষয়ে চিন্তিত জেলা স্বাস্থ্য দফতর।

advertisement

মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২৬ লক্ষ ৮৫,২৮৫ জন, যা শতকরা ৮০.৩ শতাংশ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ লক্ষ ৪২,৩৯৩ জন, যা শতকরা ৬২.৪ শতাংশ। দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পেরিয়ে গেলেও অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন না। ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের এখন পর্যন্ত ৮৮,৫০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

advertisement

আরো জানা গিয়েছে, গোটা জেলায় প্রায় অধিকাংশ মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ  নিতে ৪৫ থেকে ৬০ বছর মানুষেরা আগ্রহ দেখাচ্ছেনা। এদিকে দেশে আবারও করোনার ঢেউ আছড়ে পড়েছে। তাই ভ্যাকসিনের কর্মসূচির উপর জোর দিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী জেলা স্বাস্থ্য দফতর।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Harasit Singha 

advertisement

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নিতে অনীহা মালদহবাসীর, মানুষকে সচেতন করতে উদ্যোগী জেলা স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল