পুরাতন মালদহ ব্লকের বাচামারি গভমেন্ট কলোনির এলাকায় তৈরি হয় কাগজের পেপার কাটিং থালা, বাটি। এখাকার শিল্পীরা বাইরে থেকে কাঁচামাল নিয়ে এসে মেশিনের মাধ্যমে তৈরি করে কাগজের থালা, বাটি। বর্তমানে বাজারে চাহিদা বাড়ছে। করোনা পরিস্থিতিতে সরকারিভাবে বন্ধ রাখা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠান।স্ব ভাবতই অনুষ্ঠান বন্ধের জেরে কাগজের থালা বাটির চাহিদা কমে গিয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতায় অভিনব বার্তা! গাছে রাখি বেঁধে বৃক্ষ বন্ধন কর্মসূচি পড়ুয়াদের
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ধীরে ধীরে বিক্রি শুরু হয়েছে। এখন বিক্রি হওয়ায় অনেকেই এই শিল্পের সাথে নতুন করে যুক্ত হচ্ছেন। সাধারণ মানুষ প্লাস্টিক ও বর্জন করেছে ফলে ব্যবসা বাড়ছে। দিনে প্রায় ১৩ থেকে ১৪ বস্তা কাগজের থালা বাটি তৈরি হচ্ছে বাচামারি এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে।
আরও পড়ুনঃ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস
সাত থেকে আট জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। তবে সরকারি সুযোগ-সুবিধা ব্যাঙ্কের ঋণ না মেলায় ব্যবসা বাড়ছে না। তাই কারখানার মালিকেরা দাবী করছেন সরকারিভাবে ঋণের ব্যবস্থা যদি করত প্রশাসন তাহলে আরও অনেকটাই এগিয়ে যেত তাদের এই শিল্প।
Harashit Singha