ইংরেজবাজার ব্লকের মিলকি পঞ্চায়েতের ২৩২ নম্বর আসনে দু’জন নির্দলের হয়ে নির্বাচনী লড়াই লড়ছেন। একজন নির্দল প্রার্থী হলেন মহম্মদ সাহিম খান ও অপরজন হলেন মইনূল ইসলাম। বুধবার রাতে নির্দল প্রার্থী মহম্মদ সাহিম খানের স্ত্রী মর্জিনা বিবি তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে গ্রামে ভোট প্রচার করছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় অপর নির্দল প্রার্থী মইনুল এবং তাঁর দলবল তাঁদের উপর হামলা করেন। নির্দল প্রার্থীর স্ত্রী মর্জিনা বিবিকে মারধর করা হয়। তার পাশাপাশি শেখ আব্দুল সালেক নামে এক কর্মীকে চাকু মেরে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: বন্দে ভারত ট্রেনের ভাড়ায় আঁতকে উঠছেন? দাম কমাচ্ছে রেল! স্বস্তি যাত্রীদের, জানুন
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নির্দল প্রার্থী মহম্মদ সাহিম খানকেও মারধর করা হয়। ঘটনায় আক্রান্ত তিনজনকেই রাতে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় বৃহস্পতিবার ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ডিমাপুর-কোহিমা নতুন রেল প্রকল্পের ১৫ নং টানেলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাফল্য অর্জন
আক্রান্ত প্রার্থী মহম্মদ সাহিম খান বলেন, ‘‘আমার স্ত্রী-সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক আমার সমর্থনে ভোট প্রচার করছিল গ্রামে গ্রামে। সেই সময় আমার প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী হামলা চালায় দলবল নিয়ে। আমার স্ত্রী-সহ অন্যান্য কর্মী সমর্থককে প্রাণে মারার হুমকি দেয়। তাদেরকে মারধর হেনস্থা পর্যন্ত করা হয়েছে। ঘটনাস্থলে আমি ছুটে গেলে আমাকেও মারধর করে। এই বিষয়ে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’
হরষিত সিংহ