Dimapur-Kohima new rail line: ডিমাপুর-কোহিমা নতুন রেল প্রকল্পের ১৫ নং টানেলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাফল্য অর্জন

Last Updated:

Dimapur-Kohima new rail line: একাধিক নতুন রেল লাইন প্রকল্প পরিচালনা করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রূপান্তরে ভারতীয় রেলওয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

ডিমাপুর-কোহিমা নতুন ব্রড গজ লাইন
ডিমাপুর-কোহিমা নতুন ব্রড গজ লাইন
ডিমাপুর-কোহিমা নতুন ব্রড গজ লাইন সংযোগ স্থাপনকারী প্রকল্পটি সম্পূর্ণ করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে এক বিরাট সাফল্য অর্জন করেছে। মেঙ্গুজুমা ও জুবজা স্টেশনের মধ্যে ১৬০ মিটার দৈর্ঘের ১৫ নং টানেলটির কাজ সম্পূর্ণ হয়। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে দেশের অবশিষ্ট অংশের সঙ্গে কোহিমার সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই কৃতিত্ব অর্জনকে একটি মুখ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে।
একাধিক নতুন রেল লাইন প্রকল্প পরিচালনা করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রূপান্তরে ভারতীয় রেলওয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের রাজধানীর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ক্যাপিটাল কানেকটিভিটি প্রজেক্ট-এর অধীনে নতুন রেল লাইন নির্মাণের কাজ চলছে এবং এগুলির মধ্যে একটি হল নাগাল্যান্ডের ডিমাপুর থেকে কোহিমা পর্যন্ত একটি নতুন ব্রডগজ রেল লাইন নির্মাণ।
advertisement
advertisement
৮২.৫০ কিমি দৈর্ঘ্যের ডিমাপুর-কোহিমা নতুন রেল লাইন প্রকল্পটি অসমের ধনসিরি স্টেশন থেকে শুরু হয়ে কোহিমা সংলগ্ন জুবজা পর্যন্ত গিয়েছে, যার কাজ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ সংস্থার দ্বারা পরিচালনা করা হচ্ছে এবং এর আনুমানিক ব্যয় ৬,৬৬৩ কোটি টাকা। মোট ৮২.৫ কিমি (২.৭৫ কিমি অসমে এবং ৭৯.৭৫ কিমি নাগাল্যান্ডে) দৈর্ঘের এই প্রকল্পে ০৮টি নতুন স্টেশন রয়েছে, সেগুলি হল যথাক্রমে ধনসিরি, ধনসিরিপার, শখুভি, মোলভম, ফেরিমা, পিফেমা, মেঙ্গুজুমা ও জুবজা। এই প্রকল্পে ২৪টি মেজর ব্রিজ, ১৫৬টি মাইনোর ব্রিজ, ০৬টি রোড ওভার ব্রিজ, ১৫টি রোড আন্ডার ব্রিজ ও ৩১ কিমি দৈর্ঘের ২১টি সুড়ঙ্গ। ফেরিমা থেকে পিফেমা পর্যন্ত ৭ নং সুড়ঙ্গটি হল এই প্রকল্পের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ, যার দৈর্ঘ ৬৫২০ মিটার। সহজে চালু করার জন্য প্রকল্পটি ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের ধনসিরি থেকে শখুভি পর্যন্ত ১৬.৫ কিমি ইতিমধ্যে ২০২১-এর অক্টোবর মাসে সম্পূর্ণ হয়েছে।
advertisement
বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে আন্তঃঅঞ্চল রেল সংযোগ বৃদ্ধি করতে শখুভি থেকে অরুণাচলের নাহরলগুন এবং মেঘালয়ের মেন্দিপাথার পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা সম্প্রতি চালু করা হয়েছে। শখুভি থেকে ফেরিমা পর্যন্ত পরবর্তী পর্যায়ের কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হবে এবং জুবজা পর্যন্ত সম্পূর্ণ প্রকল্পটি ২০২৬-এর মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে। এই নতুন রেল সংযোগের ফলে দেশের অন্যান্য প্রান্ত থেকে খুব সস্তায় খাদ্য শস্য, অটোমোবাইল ও অন্যান্য পরিকাঠামোমূলক ও নির্মাণ সামগ্রী পাহাড়ি রাজ্যে পরিবহণে সহায়ক হবে এবং স্থানীয় মানুষ লাভাম্বিত হবেন। সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাও শক্তিশালী হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Dimapur-Kohima new rail line: ডিমাপুর-কোহিমা নতুন রেল প্রকল্পের ১৫ নং টানেলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাফল্য অর্জন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement