পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া চলার মাঝেই মালদহে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। সোমবার দুপুরে মালদহের মালতিপুরে বিজেপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তৃণমূল ছেড়ে বিজেপিতে তৃণমূলের প্রধান ও উপপ্রধান। তাঁদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন শতাধিক কর্মী সমর্থক। এর আগে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন দুজনেই।
আরও পড়ুন: কাকদ্বীপে হাইভোল্টেজ সভা! মমতার সঙ্গে একমঞ্চে দেখা যেতে পারে অভিষেককেও
advertisement
পরে তৃণমূলে যোগ দেন তাঁরা। দলত্যাগীদের দাবি, তৃণমূলে টাকার বিনিময়ে প্রার্থীপদ দেওয়া হচ্ছে। তাঁদের কাছেও টাকা দাবি করেছেন নেতৃত্বের একাংশ। টাকা দিয়ে প্রার্থী হবেন না, এই কারণেই দলত্যাগ বলেও দাবি তাঁদের। এদিকে দলত্যাগী উপপ্রধান পঞ্চানন দাস স্থানীয় পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থী হচ্ছেন বলে নিজেই দাবি করেছেন। বিজেপিতে যোগদানকারী প্রধান অবশ্য জানিয়েছেন, প্রার্থী হবেন কিনা তা ঠিক করবে দল।
আরও পড়ুন: এবার আর জলেশ্বর মন্দিরে গেলেন না অভিষেক! মন্দির কমিটির আক্ষেপের শেষ নেই
মালদহের মালতিপুর বিধানসভার বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তাঁর বিধানসভা ক্ষেত্রে ভোটের মাঝে দলত্যাগের ঘটনায় অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও চাঁচল- ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হাই- এর পাল্টা দাবি, তৃণমূলে স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে। টিকিট পাবেন না বলেই তাঁরা দল ছেড়েছেন। বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের মুখে বাজার গরম করছে। দলত্যাগের প্রভাব পড়বে না বলেও দাবি তৃণমূলের।
লিপেশ লালা