আরও পড়ুন: একের পর এক বহুতল উঠছে, ভোটের আগে বদলে যাওয়া গ্রামে পঞ্চায়েতের পরিষেবা নিয়ে প্রশ্ন
এবারের পঞ্চায়েত নির্বাচনেও দেওয়াল লিখন সর্বত্রই নজরে পড়ছে। কিন্তু তার প্রভাব যেন আগের থেকে অনেকটাই কম। বদলে মালদহের বিভিন্ন এলাকার প্রার্থীরা অনেক বেশি সামাজিক মাধ্যমে প্রচারের উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীদেরই সোশ্যাল মিডিয়াকে প্রচারে অনেক বেশি করে ব্যবহার করতে দেখা যাচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, এসএমএস-কে ব্যবহার করে এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ নিবিড় করার চেষ্টা করছেন প্রার্থীরা।
advertisement
গ্রামাঞ্চলেও বর্তমানে অধিকাংশ মানুষের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নজর রাখেন তাঁরা। ফলে সহজেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। তাছাড়া দেওয়াল লিখনের খরচ বেড়ে যাওয়ায় এই বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয়েছেন প্রার্থীরা। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ বলেন, আগে যখন দেওয়াল লিখন হত দেওয়াল দখল নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিত। এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারের গুরুত্ব বাড়ায় অনেক সুবিধে হয়েছে। সহজেই ভোটারের মনের কাছে চলে যাওয়া যাচ্ছে। এমনকি যে ভোটাররা কর্মসূত্রের বাইরে থাকেন তাঁদের কাছেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে পৌঁছে যাওয়া যায় বলে জানান এই তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থী তাপস কুমার গুপ্ত বলেন, এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে আমরা পিছিয়ে পড়ব। এখন সামাজিক মাধ্যম প্রচারের প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে।
হরষিত সিংহ