Panchayat Election 2023: একের পর এক বহুতল উঠছে, ভোটের আগে বদলে যাওয়া গ্রামে পঞ্চায়েতের পরিষেবা নিয়ে প্রশ্ন

Last Updated:

শহর ঘেঁষা পঞ্চায়েতগুলিতে ক্রমশ গড়ে উঠছে একের পর এক বহুতল। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই জরুরি হয়ে উঠছে পরিষেবার বিষয়টা

পঞ্চায়েত এলাকায় বহুতলের রমরমা
পঞ্চায়েত এলাকায় বহুতলের রমরমা
দক্ষিণ ২৪ পরগনা: ক্রমাগত একের পর এক বহুতল আবাসন গড়ে উঠছে পঞ্চায়েত এলাকায়। শহরের গণ্ডি ছাড়িয়ে এখন গ্রামীণ এলাকাতেও তৈরি হচ্ছে বড় বড় উপনগরী। ফলে পঞ্চায়েত এলাকার জনসংখ্যাও বাড়ছে হু হু করে। কিন্তু এমন বড় বড় আবাসনে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো বা সামর্থ্য আছে তো পঞ্চায়েতের? নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে উঠছে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অনেক পরিকল্পনা করে তৈরি করা নিউটাউনকে পঞ্চায়েত এলাকার অন্তর্গত করা নিয়ে এবার শুরু থেকেই বিতর্ক হচ্ছে। এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন নিউটাউন উপনগরীর বিলাসবহুল আবাসনের বাসিন্দারা। কিন্তু শুধু নিউটাউন নয়, বারুইপুরের বিভিন্ন পঞ্চায়েতে গড়ে উঠেছে একের পর এক উপনগরী, বড় বড় আবাসন। আর সিঙ্গেল ফ্ল্যাট বাড়ির কথা তো ছেড়েই দিন। এই সিঙ্গেল ফ্ল্যাটে (কমপ্লেক্সের মধ্যে নয় এমন ফ্ল্যাট বাড়ি) ছেয়ে গিয়েছে বারুইপুর, সোনারপুরের শহরঘেঁষা পঞ্চায়েতগুলি। বাইরে থেকে বহু মানুষ এসে বসবাস করছেন। পরপর বহুতল তৈরি হওয়ায় এই এলাকাগুলিতে পানীয় জল, নিকাশির মতো পরিষেবা যে ব্যাহত হচ্ছে তা মেনে নিচ্ছে পঞ্চায়েতও।
advertisement
advertisement
পুর এলাকায় ফ্ল্যাট বা আবাসন তৈরির ক্ষেত্রে নিয়ম-কানুনের কড়াকড়ি আছে। রয়েছে নজরদারিও। কিন্তু পঞ্চায়েতে সেই ব্যবস্থা তা অনেকটাই শিথিল। বড় আবাসনগুলির ক্ষেত্রে তাও জেলা পরিষদের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে সেসবেরও তেমন বালাই নেই। ফলে মুড়ি-মুড়কির মতো যেখানে সেখানে গড়ে উঠছে চারতলা-পাঁচতলা ফ্ল্যাট। পঞ্চায়েত এলাকার সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় নিয়ম কানুনও মানা হচ্ছে না বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে চড়া দামে চাষের জমি কিনে নিয়ে তৈরি হচ্ছে ফ্ল্যাট। আবার পুকুর বা জলাজমি ভরাট করেও বহুতল নির্মাণের অভিযোগ কম নয়। এর ফলে পঞ্চায়েত এলাকার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।
advertisement
বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের তরফেই যেমন সম্প্রতি বহুতলের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণের দাবি জানিয়ে জেলা ও মহকুমা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান হবিবুর রহমান বৈদ্য বলেন, আমার এলাকায় গত কয়েক বছরে অন্তত তিনশো ফ্ল্যাট তৈরি হয়েছে। বাইরের লোকজন এখানে জায়গা কিনে জমির চরিত্র বদল না করে বেআইনি ভাবে বহুতল তৈরি করে বিক্রি করে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম কানুন মানা হচ্ছে না। পঞ্চায়েত প্রশাসনের পক্ষে গোটা বিষয়টা দেখা সম্ভব হচ্ছে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।বহুতলের রমরমায় প্রভাব পড়ছে পঞ্চায়েতের পরিষেবায়। ভোটের আগে যা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ।
advertisement
এলাকায় অনুমতি না নিয়ে অনেক ফ্ল্যাট, বহুতল তৈরি হচ্ছে বলে মেনে নেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। তাঁর কথায়, অনেক ক্ষেত্রেই পঞ্চায়েত এলাকাগুলিতে অনুমতি না নিয়ে বহুতল তৈরি হচ্ছে। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিই। তবে এর জেরে স্থানীয় বাসিন্দারা যাতে কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন সে দিকে লক্ষ্য রাখা হয় বলে দাবি করেন তিনি।
advertisement
তবে এই ঘটনা থেকে একটা বিষয়ে পরিষ্কার, পঞ্চায়েত মানেই আগেকার গ্রামের সেই ধারণা ক্রমশ বদলে যাচ্ছে।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: একের পর এক বহুতল উঠছে, ভোটের আগে বদলে যাওয়া গ্রামে পঞ্চায়েতের পরিষেবা নিয়ে প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement