Hooghly News: দেরিতে বর্ষা আসায় ধান চাষে ক্ষতির আশঙ্কা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বর্ষা আসতে এই বছর বেশ কিছুটা দেরি হয়েছে। ফলে ধান চাষেও দেরি করেছেন কৃষকরা। আর তার জেরে ক্ষতির আশঙ্কায় ভুগছেন তাঁরা
হুগলি: প্রতিবছর বর্ষা আসার অপেক্ষায় দিন গোনেন কৃষকরা। বৃষ্টির দেখা মিললে তবেই শুরু হয় চাষের কাজ। কিন্তু এই বছর বর্ষা আসতে দেরি হওয়ায় ফলন নিয়ে এখন থেকেই চিন্তায় পড়েছেন চাষিরা। কারণ স্বাভাবিক সময়ের থেকে বর্ষা অনেকটা দেরি করায় ধানের বীজ রোপণ করতে দেরি হয়েছে। এর প্রভাব ফলনের উপর পড়তে পারে বলে আশঙ্কা চাষিদের।
হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় ঘুরে নজরে পড়ল বর্ষার দেরির জন্য ধান চাষে দেরি হওয়ার বিষয়টি। সাধারণত বর্ষা আষাঢ় মাসের প্রথম সপ্তাহের দিকেই শুরু হয়ে যায়। কিন্তু এবার বেশ কিছুদিন পর বৃষ্টি শুরু হয়েছে। ফলে ধান চাষেও দেরি হয়েছে। অভিজ্ঞ কৃষকদের আশঙ্কা, এর ফলে ধানের ফলন কমে যেতে পারে।
advertisement
advertisement
অন্যদিকে দীর্ঘদিন সময় বৃষ্টির অপেক্ষা করে এলাকায় সেচের পাম্প থেকে জমিতে জল করে বীজ ফেলেছিলেন বহু চাষি। কিন্তু দেরিতে হলেও আবার বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়ছেন। কারণ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জমিতে অতিরিক্ত জল হয়ে যাওয়ায় তাঁদের বীজতলা পচে যেতে শুরু করেছে। চাষিদের আশঙ্কা, আবহাওয়ার খামখেয়ালীপনার জন্য এই বছর চাষে ব্যাপক ক্ষতি হবে।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 9:14 PM IST