Panchayat Election 2023: রাস্তা নেই, তাই 'কষ্ট' করে ভোট দিতে যাবে না এই গ্রামের বাসিন্দারা

Last Updated:

গ্রামের রাস্তার অবস্থা বেহাল। তা প্রায় নেই বলতে গেলে। আর সেই কারণেই ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত গ্রামবাসীদের

+
title=

হুগলি: বছরের পর বছর ধরে বেহাল গ্রামের রাস্তা। কার্যত রাস্তা নেই বললেই চলে। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে যেতে পারবেন না গ্রামবাসীরা! সরাসরি ভোট বয়কটের ডাক না দিলেও খারাপ রাস্তার কারণে ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন গোঘাটের সেনাই আদিবাসী পাড়ার বাসিন্দারা। এই প্রসঙ্গে গ্রামবাসীদের একটাই বক্তব্য, রাস্তা নেই। এবার বর্ষায় ভোট হচ্ছে। জল-কাদা পেরিয়ে ভোট দিতে যাওয়ার ইচ্ছে নেই।
হুগলির গোঘাট-২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম সেনাই আদিবাসী পাড়া। দীর্ঘ কয়েক বছর ধরে এখানকার রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীদের দাবি, রাস্তা এতটাই খারাপ যে বাড়ি থেকে বের হতে পারছেন না। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তা সরানোর প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি। বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে দরবার করলেও কাজের কাজ হয়নি। এই রাস্তা দিয়ে ‌যাতায়াতের সময় বিপদের সম্মুখীন হতে হয়। ফলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
advertisement
advertisement
এক গ্রামবাসীর দাবি, সিপিএম আমল থেকেই রাস্তার অবস্থা খারাপ। তবু বাম আমলে মোরাম ফেলে রাস্তা মেরামতি করা হলেও পরবর্তীতে আর কাজ না হওয়ায় তা পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্কুলের ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে পথ চলতি মানুষ, সকলেই এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিপদে পড়ছেন। এই অবস্থায় গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, রাস্তা সারাই হলে তবেই তাঁরা ভোট দিতে যাবেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Panchayat Election 2023: রাস্তা নেই, তাই 'কষ্ট' করে ভোট দিতে যাবে না এই গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement