Panchayat Election 2023: মাটির ভাঙা ঘরে থাকেন দু'বারের পঞ্চায়েত সদস্য! অপর্নার আশা এবারেও জিতবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
দু'বারের জয়ী পঞ্চায়েত সদস্য হয়েও মাটির ভাঙা ঘরে থাকেন অপর্ণা! মথুরাপুরের এই তৃণমূল প্রার্থী এবারে জয়ের হ্যাটট্রিক করার বিষয়ে আশাবাদী
দক্ষিণ ২৪ পরগনা: মাথার উপর পাকা ছাদ নেই, টালির চাল। মাটির ঘরের দেওয়াল প্রায় ভাঙা। টালির অভাবে চালের কিছু অংশ আবার খড় দিয়ে ঢাকা দেওয়া। ফলে র্ষার সময় ঘরের মধ্যে জলের স্রোত বয়ে যায়। তাই বৃষ্টি শুরু হতেই ত্রিপল টাঙাতে বাধ্য হয়েছেন। এটা কোনও সাধারণ গ্রামবাসীর বাড়ি নয়। মথুরাপুরের মুকুন্দপুরের টানা দুপুরের পঞ্চায়েত সদস্য অপর্ণার নিজস্ব বাড়ির হাল এমনই।
চারিদিকে যখন জনপ্রতিনিধিদের বৈভব উপচে পড়ছে সেখানে দক্ষিণ ২৪ পরগনার এই পঞ্চায়েত সদস্য নিঃসন্দেহে এক উজ্জ্বল ব্যতিক্রম। আগের দু’বার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। এবারেও তাঁকে টিকিট দিয়েছে শাসক দল। সাদামাটা জীবন যাপন করা অপর্ণার বিশ্বাস তিনি এবারও জিতবেন।
advertisement
advertisement
তবে ভোটের লড়াইয়ের থেকে প্রতিদিন জীবনে অনেক বেশি কঠিন লড়াই লড়েন অপর্ণা। বাড়িতে তাঁর অসুস্থ স্বামী। সংসার চালাতে মাঝেমধ্যেই লোকের বাড়ি কাজ করতে হয়। এমন আর্থিক দুরবস্থার মধ্যেও তাঁর বিরুদ্ধে কেউ নয়া পয়সা এদিক-ওদিক করার অভিযোগ তুলতে পারেনি গত ১০ বছরে। বিয়ে হওয়ার আগে তিনি কংগ্রেস করতেন। তবে বিয়ের পর স্বামীর হাত ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে ওঠেন এই প্রার্থী। জানান, যা পেয়েছেন নিয়ম মেনে তা গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। নিজের জন্য কিছুই রাখেননি। যে কোনও বিপদে-আপদে গ্রামবাসীর পাশে থেকেছেন। তাই তাঁর বিশ্বাস এবারও ভোট দিয়ে তাঁকেই জেতাবে গ্রামের মানুষ।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 8:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: মাটির ভাঙা ঘরে থাকেন দু'বারের পঞ্চায়েত সদস্য! অপর্নার আশা এবারেও জিতবেন