Panchayat Election 2023: কেষ্ট তিহারে, বাংলার রাজনীতিতে ফিরল 'গুড়-বাতাসা'
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
একসময় অনুব্রত মণ্ডল বিরোধীদের উদ্দেশ্যে 'গুড়-বাতাসা' হুমকি দিয়েছিলেন। যা ঝড় তুলেছিল রাজনৈতিক মহলে। সেই কেষ্ট আজ বিহারে। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে আবার দেখা যাচ্ছে গুরু-বাতাসা
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটে আবার গুড়-বাতাসা। বঙ্গ রাজনীতিতে গুড়-বাতাসা তত্ত্বের জনক অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে। কিন্তু তাঁর ‘গুড়-বাতাসা’ যে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে তার প্রমাণ পাওয়া গেল সন্দেশখালিতে। তবে এই গুড়-বাতাসা আতঙ্কের বা বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কারের নয়। এ হল ভোট প্রচারে বেরিয়ে চা খাওয়ানোর মতো করে সাধারণ মানুষকে গুড়-বাতাসা দিয়ে জল খাওয়ানো। যা গরমের সময় অত্যন্ত উপকারী। তবে এবারের এই গুড়-বাতাসা কাণ্ডের সঙ্গেও জড়িয়ে থাকল তৃণমূলের নাম।
সন্দেশখালির ন্যাজাট-২ পঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে ১৬ টি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। বাকি ১০ টি আসনে অবশ্য বিরোধীরা প্রার্থী দেওয়ায় সেখানে আগামী ৮ জুলাই ভোট হবে। ফলে ভোটের আগেই পঞ্চায়েত দখলে চলে আসায় উৎসবের আমেজ এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। এই আবহেই মঙ্গলবার বিরোধীদের মানসিকভাবে কোণঠাসা করতে গুড়-বাতাসা ও ঠান্ডা জল খাইয়ে সুন্দরবনে নদী পথে প্রচার সারলেন শাসকদলের এখানকার মহিলা প্রার্থীরা।
advertisement
advertisement
হেনা, বীণা, টুম্পা, পূর্ণিমা, সোমা এই পাঁচ তৃণমূল প্রার্থীর দাবি, তাঁদের গুড়-বাতাসার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধীদের উদ্দেশ্যে ছাড়া গুড়-বাতাসা হুঙ্কারের কোনও সম্পর্ক নেই। গ্রীষ্মের দাবদহ থেকে মানুষকে স্বস্তি দিতে এই পদক্ষেপ বলে তাঁরা জানান।
এদিন ওই পাঁচ তৃণমূল প্রার্থী বেতনি নদীর উপর মাঝি-মাল্লা থেকে শুরু করে নৌকার সাধারণ যাত্রীদের গুড়-বাতাসা ও পানীয় জল খাওয়ান। তাঁদের দাবি, গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় যা উন্নয়ন হয়েছে এবং রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছে তাতে পঞ্চায়েতের বাকি ১০ টি আসনেও তৃণমূলই জিতবে।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 7:39 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: কেষ্ট তিহারে, বাংলার রাজনীতিতে ফিরল 'গুড়-বাতাসা'