দোলের ছুটিতে ভিড় হয়, তাই নিয়মিত ট্রেনে টিকিট পেতে সমস্যা হয়। দোলের কয়েকদিন আগে এই স্পেশ্যাল ট্রেন চালু হলে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, ০৩.০৩.২০২৩ তারিখে ০৩১৯৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি হোলি স্পেশ্যাল শিয়ালদহ ছাড়বে ২৩.৪০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে ১০.৪৫ মিনিটে।
আরও পড়ুনঃ জনপ্রিয়তা বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের! আরও বেড়ে গেল সুযোগ-সুবিধা, জেনে নিন
advertisement
০৪.০৩.২০২৩ তারিখে ০৩১০৪ নিউ জলপাইগুড়ি–শিয়ালদহ হোলি স্পেশ্যাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ১২.১৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে ২৩.৫০ মিনিটে। আবার, ০৪.০৩.২০২৩ তারিখে ০৩১০৫ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি হোলি স্পেশ্যাল ২৩.৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে যাবে এবং পরের দিন ১০.৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ০৫.০৩.২০২৩ তারিখে ০৩১০৬ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ হোলি স্পেশ্যাল নিউ জলপাইগুড়ি থেকে ১২.১৫ মিনিটে ছেড়ে যাবে এবং ২৩.৫০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
দুটি বিশেষ ট্রেনই নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে উভয়দিকেই থামবে। শীতাতপ নিয়ন্ত্রিত শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি হোলি স্পেশ্যাল ট্রেনের (০৩১০৩এবং ০৩১০৫) টিকিট বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে৷ মেইল/এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করা হবে। কনসেশন বুকিং অনুমোদিত হবে না। তৎকালেও মিলবে না টিকিট।
হরষিত সিংহ