Vande Bharat Express: জনপ্রিয়তা বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের! আরও বেড়ে গেল সুযোগ-সুবিধা, জেনে নিন
Last Updated:
Vande Bharat Express: দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করছে। ৩০ ডিসেম্বর ২০২২ -এ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের।
মালদহ: একশো শতাংশ যাত্রী নিয়ে প্রতি দিন ছুটছেনদেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস। বাংলায় বন্দে ভারত চালু হয়েছে প্রায় দেড় মাস আগে। ইতিমধ্যে বন্দে ভারতের প্রভাব ব্যাপক ভাবে পড়েছে যাত্রীদের মধ্যে। দেশের দ্রুত গতির এই ট্রেন বাংলায় চালু হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে।
হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করছে বন্দে ভারত।দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেনটি চার বছর আগে ভারতের আইকন হিসেবে চালু করা হয়েছিল। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নতুন দিল্লি এবং বেনারসের মধ্যে চালু হয়েছিল।এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।
দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করছে। ৩০ ডিসেম্বর ২০২২ -এ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের।
advertisement
advertisement
যাত্রী পরিষেবা চালু হয় ১ জানুয়ারি থেকে। বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বারসোই জংশন-এ এই ট্রেনের স্টপেজ আছে। হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (২২৩০১) বোলপুরে (শান্তিনিকেতন) সকাল ৭.৪৩ এবং মালদা টাউন স্টেশনে সকাল ১০.৩২ মিনিটে পৌঁছচ্ছে এবং ফিরতি যাত্রায়, নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে এক্সপ্রেস (২২৩০২) মালদহ টাউন স্টেশনে বিকেল ৫.৫০ মিনিট এবং বোলপুর (শান্তিনিকেতন) স্টেশনে রাত ৮.২২ মিনিটে পৌঁছচ্ছে।
advertisement
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটি সপ্তাহে ছয় দিন (বুধবার বাদে) যাত্রীদের পরিষেবা দিচ্ছে। এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের ব্যবস্থা রয়েছে৷ ট্রেনটিতে সমস্ত রকমের সুবিধা রয়েছে যা আধুনিক দিনের রেল যাত্রীদের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে।
advertisement
বন্দে ভারত এক্সপ্রেসের বৈশিষ্ট্য
যাত্রীদের যাত্রা আরও সুবিধাজনক এবং আরামদায়ক করতে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।
জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের সঙ্গে সক্ষম এবং স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা রয়েছে।
প্রতিটি কোচে রিক্লাইনার আসন। এক্সিকিউটিভ ক্লাসে আসন ঘোরানোর অতিরিক্ত বৈশিষ্ট্য।
advertisement
প্রতিটি কোচে জরুরি অ্যালার্ম বোতাম এবং জরুরি টক ব্যাক ইউনিট। নিরাপদ এবং নিরাপদ ভ্রমণের জন্য সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা।
সম্পূর্ণ সিল করা গ্যাংওয়ে-সহ সমস্ত কোচের মধ্যে সংযোগের উপলব্ধতা।
সমস্ত বৈদ্যুতিক কিউবিকেল এবং টয়লেটে উন্নত অগ্নি নিরাপত্তা মান।
আধুনিক বায়ো-ভ্যাকুয়াম টয়লেট।
প্রতিটি কোচে বড় আকারের ডিসপ্লে ইউনিট যা যাত্রীদের তথ্য এবং ইনফোটেইনমেন্ট দিতে পারে।
advertisement
প্রতিটি কোচে চার নম্বর জরুরি জানালা লাগানো।
'কবচ'-এর উন্নত নিরাপত্তা দিয়ে সজ্জিত-স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা।
বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা
দ্রুত, নিরাপদ, আরামদায়ক এবং সুবিধাজনক দিনে ভ্রমণ সুবিধা।
নান্দনিকভাবে ডিজাইন করা এবং সম্পূর্ণ এসি পরিষেবা।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 9:25 PM IST