একে অনলাইন বাজারের রমরমা কারবার অপরদিকে ছোট শহরের বাজারে ও শপিং মলের বাড়বাড়ন্তের জেরে বসে যাচ্ছে ছোট মাঝারি মার্কেট। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই উৎসবের সূচনা। বিগত বছর গুলিতে এই সময় মালদহ শহরের কাপড়ের মার্কেটগুলোতে উপচে পড়ত ভিড়। গভীর রাত পর্যন্ত খোলা থাকত দোকান। মাঝে করোনা পরিস্থিতিতে দুই বছর ব্যবসা একেবারেই হয়নি। এই বছর আশায় ছিলেন মালদহের ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ মালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
তবে অনলাইন বাজারের দাপটে চরম সমস্যায় ব্যবসায়ীরা। মালদহ শহরের অতুল মার্কেট, দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি মার্টেস সহ বিভিন্ন বাজারে এক অবস্থা। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়ের রকমারি দোকান। কিন্তু সেইসব দোকানিদের বক্তব্য, দুয়ারে সরকারের মতো এখন অনলাইনে পোশাকের বেচাকেনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অভিনব বিক্ষোভ!
বাড়িতে বসে মানুষ জামা কাপড় পেয়ে যাচ্ছে। ফলে কে আর পায়ে হেঁটে , আর গাড়ি করে দোকানে আসবেন কেনাকাটা করতে। তার ওপর একের পর এক শপিং মল গড়ে উঠছে। এই অবস্থায় ক্ষুদ্র পোশাকি ব্যবসায়ীদের চরম দুর্দশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতার আবেদন জানাচ্ছেন শহরের বিভিন্ন এলাকার ক্ষুদ্র পোশাকি ব্যবসায়ীরা।
Harashit Singha





