প্রশাসনের গাফিলতির জন্য তিনটি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়ে পড়েছেন দাবি স্থানীয়দের। যদিও পঞ্চায়েতের প্রধানরা এই বিষয়ে দায়ভার নিজের কাঁধে নিতে নারাজ। প্রধানদের অভিযোগ ব্লক প্রশাসন এই বিষয়ের জন্য দায়ী। যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিওর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসেছেন পুরাতন মালদহের সাহাপুর, মুচিয়া ও মহিষবাথান গ্রাম পঞ্চায়েতের যোগ্য উপভোক্তারা।
advertisement
মালদহে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে যেখানে গোটা জেলা উত্তাল। সেখানে পুরাতন মালদহ ব্লকের ঘটনা কার্যত নজির। পুরাতন মালদহ ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্তি এখনও শূন্য। সংশ্লিষ্ট পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পরিকল্পনাহীনতায় আবাস যোজনা থেকে বঞ্চিত হয়ে গেলেন হাজার হাজার বাসিন্দারা।
আরও পড়ুনঃ এমন কোন ট্রফি যা রোনাল্ডো-রোনাল্ডিনহো-লেওনডস্কি জিতেছে, কিন্তু লিওনেল মেসির নেই
তিনটি পঞ্চায়েতের বাসিন্দারা খুঁজছেন কি করে এই ধরনের ঘটনা ঘটলো। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পঞ্চায়েত ও ব্লক প্রশাসন কর্তারা এ নিয়ে একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এই ঘটনায় পুরাতন মালদা ব্লক প্রশাসনকে দোষারোপ করেছেন যদিও পুরাতন মালদা ব্লক প্রশাসনের বিডিও ইরফান হাবিব এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে জানাননি। ফলে আবাস যোজনা নিয়ে অভিযোগের শেষ হচ্ছে না কিছুতেই।
Harashit Singha