এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সম্পা হাজরা সহ জেলা প্রশাসক ও সর্বশিক্ষা মিশনের কর্তা আধিকারিকেরা। মালদহ শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।বৃহস্পতিবার শহরের মকদমপুর এলাকায় বার্লো বালিকা হাই স্কুল প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন এবং সবুজ ঝাণ্ডা উড়িয়ে নির্মল বিদ্যালয় পাক্ষিক ২০২২ এর মিছিলের সূচনা করা হয়।মিছিলে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ মালদহে স্কুল ছুট কত? জানতে সার্ভে করবে সর্বশিক্ষা মিশন
পরিবেশের পাশাপাশি বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড হাতে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় মিছিলে। মিছিল সারা শহর পরিক্রমা করে শেষ হয় বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন, জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, সর্বশিক্ষা মিশন আধিকারিক সৌম্য ঘোষ, মালদা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপশ্রী মজুমদার সহ অন্যান্য আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুনঃ বৃষ্টিতে বিঘ্ন মন্ডপের কাজ, সময়ে শেষ করতে অতিরিক্ত কাজ করছেন শিল্পীরা
আগামী ১৫ দিন ধরে জেলার বিভিন্ন ব্লকে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে নির্মল বিদ্যালয় পাক্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা জুড়ে স্কুলে স্কুলে সচেতনতা শিবির সহ বিভিন্ন প্রতিযোগিতায় মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ। এছাড়াও স্কুল পড়ুয়ারা পরিষ্কার-পরিচ্ছন্ন হলে বা তাদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছালে সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে সহজে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করা যাবে। এমন উদ্যোক্তের সামনে রেখেই মালদহ জেলা প্রশাসনের এই উদ্যোগ।
Harashit Singha





