প্রদীপ প্রজ্বলন ও নীল সাদা বেলুন উড়িয়ে পুরাতন মালদা শহরের কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।বর্ষবরণ উৎসব উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছে গোটা পুরাতন মালদহ শহর। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন প্রচুর মানুষ ভিড় করেন এই কার্নিভাল অনুষ্ঠানে। পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে গত কয়েক বছর ধরেই এই বর্ষবরণ উৎসব ও কার্নিভাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শনিবার বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আতশবাজি পোড়ানো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
এদিন সন্ধ্যা থেকেই মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে সাধারণ মানুষের উপচে পড়বে ভিড় এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। শনিবার সন্ধ্যায় বিশিষ্ট সংগীত শিল্পী সমন্বয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বর্ষবরণ অনুষ্ঠানের কার্নিভালে গভীর রাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে বর্ষবরণ অনুষ্ঠানে শহরবাসীকে বিনোদন ও নতুন বছরে আনন্দে মেতে ওঠার জন্য এই আয়োজন করা হয়েছে।
Harashit Singha