আরও পড়ুন North 24 Parganas News: ছেলে আর নেই এখনও জানানো হয়নি মা-কে, লে-তে প্রাণ গেল মধ্যমগ্রামের যুবকের
কিছুদিন ছিল সাউন্ড সিস্টেম ও আলোর পরিষেবা। তারপর অজানা কারণে ও সংরক্ষণের অভাবে অধিকাংশ লাইট নষ্ট হয়ে যায়, সাউন্ড সিস্টেমও অকেজো হয়ে পড়ে। বর্তমানে মালদা এর আদিনা ও গৌড়ে পর্যটকরা আসলে দিনের বেলায় ঘুরেন। তেমন আলো ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরে পর্যটকরা ঘুরতে পারেন না দর্শনীয় স্থানগুলি।
advertisement
মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে পুনরায় আদিনা ও গৌড়ের ঐতিহাসিক নিদর্শন সৌধ গুলিতে লাইট, সাউন্ড সিস্টেম বসানোর উদ্যোগ। অকেজো হয়ে পড়ে থাকা লাইট ও সাউন্ড সিস্টেম গুলির ও সংস্কার করা হবে প্রশাসনের উদ্যোগে। ইতিমধ্যে মালদাহ জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যটন দফতরের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে লাইট এবং সাউন্ড সিস্টেমের সংস্কার ও নতুন করে বসানোর জন্য। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই আবার লাইট ও সাউন্ডের আমেজ মিলবে গৌড় ও আদিনায়।
আরও পড়ুন Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ
শীতের মরশুমে মালদহ জেলায় ব্যাপক হারে পর্যটকদের ভিড় হয়। দুর্গাপূজার পর থেকে শুরু হয় পর্যটকদের ভিড়। আগামী শীতের মরশুমে হয়তো নতুন করে আবার লাইট ও সাউন্ড সিস্টেম চালু হচ্ছে গৌড় আদিনায়। লাইট ও সাউন্ড সিস্টেম চালু হলে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, প্রাচীন বাংলার রাজধানীর ধ্বংসাবশেষ। জেলার পর্যটন শিল্পের মান বাড়ার সম্ভাবনা প্রবল। তাই জেলা প্রশাসনের তরফ থেকেও যত দ্রুত সম্ভব সৌন্দর্যজন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
হরষিত সিংহ





