North 24 Parganas News: ছেলে আর নেই এখনও জানানো হয়নি মা-কে, লে-তে প্রাণ গেল মধ্যমগ্রামের যুবকের

Last Updated:

ছেলে অন্ত প্রাণ হলেও, ছেলের জেদের কাছে নতি শিকার করেই বাধ্য হয়ে কিনে দিতে হয়েছিল বাইক। আর সেই বাইক-ই প্রাণ কারল সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সুখেন্দু মণ্ডলের।

সুখেন্দু মন্ডল
সুখেন্দু মন্ডল
#উত্তর ২৪ পরগনা: এখনও থমথমে মধ্যমগ্রামের ছয় নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগর এলাকা। আশপাশের বাড়ি সামনে চলছে জটলা, কানাঘুষ। ভিন রাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাড়ার যুবক। ঘটনার কথা এখনও জানানো হয়নি মৃত যুবকের মা-কে। মানসী মণ্ডলের একমাত্র ছেলে সুখেন্দু মণ্ডল, বয়স মাত্র ১৯বছর। বাবা চন্দ্রকান্ত মণ্ডল পেশায় সরকারি কর্মচারী। কর্মসূত্রে তাকে অনেক সময়ই থাকতে হয় বাইরে। ছেলে অন্ত প্রাণ হলেও, ছেলের জেদের কাছে নতি শিকার করেই বাধ্য হয়ে কিনে দিতে হয়েছিল বাইক। আর সেই বাইক-ই প্রাণ কারল সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সুখেন্দু মণ্ডলের। সুধীর মেমোরিয়াল স্কুল এর ছাত্র ছিল সুখেন্দু।
advertisement
৩০ অগাস্ট বাইক নিয়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুখেন্দু। বাড়ির অমতেই জেদ করে এই প্রথম এত বড় রাইডে, দুর্গম পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এর আগে স্থানীয় এলাকাসহ বাইক চালিয়ে কোলাঘাট পর্যন্ত সর্বোচ্চ গিয়েছিল সুখেন্দু এমনটাই জানা যাচ্ছে। তবে, হঠাৎই কেন এত দুর্গম পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিল, পাড়ার এই ছোট্ট ছেলেটি! কেন বন্ধুদেরও আগে থেকে কিছু জানালো না! এই বিষয়গুলো নিয়েই এখন কানাঘুষো চলছে গোটা পাড়ায়। জানা গিয়েছে, মণ্ডল দম্পতিও অনেক চেষ্টা করেছিলেন বাইক নিয়ে ছেলের লাদাখ যাত্রা আটকানোর। কিন্তু, ছেলের জেদের কছে অবশেষে হার মানতে হয় বাবা-মাকে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে করে মানালি থেকে লে যাওয়ার সময়ে হাইওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েন সুখেন্দু। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই, লে পুলিশের কন্ট্রোল রুম থেকে খবর আসে মধ্যমগ্রাম থানায়। অনুমান করা হচ্ছে, দীর্ঘ পথ বিশ্রাম না নিয়ে বাইক চালানোর ফলে ক্লান্তিতে চোখ লেগে গিয়ে ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা ও বন্ধু বান্ধবদের কথা থেকে জানা যায়, ভারী বাইকে লাদাখে যাওয়ার মত পাকা হাত এখনো সেভাবে হয়ে ওঠেনি সুখেন্দুর। তবে বাইক চালাতে ভালবাসতো সে। অ্যাডভেঞ্চারের নেশায় বন্ধুদের চমক দিতে গিয়েই আর ফেরা হল না সুখেন্দুর। লাদাখ পৌঁছে ফোনে বন্ধুদের এই যাত্রার কথা জানায় সুখেন্দু মণ্ডল। প্রায় আড়াই হাজার কিলোমিটার রাস্তা এত কম সময়ে কিভাবে পৌঁছল সে, তা নিয়েও উঠছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুন West Burdwan News : কুকুর মারতে হাতে বন্দুক তুলে নিলেন বৃদ্ধ! তুলকালাম কাণ্ড , সিসিটিভি বন্দি ঘটনা!
সুখেন্দু মণ্ডলের মা মানসী মণ্ডলে মধ্যমগ্রাম পুরসভার পৌর নির্বাচনে ছয় নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুর্ঘটনার খবর শুনতেই স্থানীয় জনপ্রতিনিধি কনিকা দেবনাথ ছুটে যান দুর্ঘটনা গ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে। তিনি সর্বতোভাবে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তাদের। বিষয়টি নিয়ে তিনি জানান, ঘটনাটি দুর্ভাগ্য জনক। ছেলের মৃত্যুর বিষয়টি এখনো জানানো হয়নি তার মা-কে। দুর্ঘটনার কথাটি বলা হয়েছে। আর বলা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই, সুখেন্দু মণ্ডলের বাবা সহ বেশ কয়েকজন দেহ ফিরিয়ে আনতে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
(রুদ্র নারায়ণ রায়)
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ছেলে আর নেই এখনও জানানো হয়নি মা-কে, লে-তে প্রাণ গেল মধ্যমগ্রামের যুবকের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement