এই প্রথম মালদহে লেজেন্ডদের ডার্বি। টানটান উত্তেজনার ম্যাচে ট্রাইবেকারে জয়ী হল ইস্টবেঙ্গল লিজেন্ড। এই প্রথম ইস্টবেঙ্গল লেজেন্ড বনাম মোহনবাগান লেজেন্ড প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই মালদহ ডিএসএ ময়দানে বৃহস্পতিবার বিকেলে খেলা শুরু হয় ইস্টবেঙ্গল লিজেন্ড বনাম মোহনবাগান লিজেন্ড। খেলাকে ঘিরে এদিন মালদহ ডিএসএ ময়দানে উত্তেজনা ছিল চরম পর্যায়ে। মাঠের প্রতিটি দর্শক আসন এদিন ছিল পূর্ণ। রহিম নবী,মেহতাবদের মতো বড় মাপের খেলোয়াটা এদিন মাঠে নামেন। এতদিন যে সমস্ত খেলোয়াড়দের টিভির পর্দায় দেখে এসেছেন মালদহবাসী। তাঁদের খেলা সরাসরি দেখার সুযোগ এই প্রথম।
advertisement
আরও পড়ুন - Weather Update: ভয় দেখাচ্ছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ! আজ কখন,কোথায় বৃষ্টি, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
আরও পড়ুন - দুর্গা পুজোর মন্ডপ সেজে উঠেছে, যেন আস্ত যামিনী রায় মিউজিয়াম
লেজেন্ডদের এই ডার্বি ম্যাচ ৫০ মিনিট অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দুই দল একটি একটি করে গোল করে। ম্যাচের দ্বিতীয়র্থে এক মিনিটের ব্যবধানে পরপর দুই দল গোল করে। খেলা শেষে ট্রাইবেকার হয় সেখানেও চারটি করে গোল করে । তবে প্রথমে ট্রাইবেকারে ফলাফল নিশ্চিত না হওয়াই খেলা গড়াতে থাকে। শেষে এক গোলে এগিয়ে জয়ী হয় ইস্টবেঙ্গল। লেজেন্ডদের এই ফুটবল প্রীতি ম্যাচ দেখতে এদিন প্রায় কুড়ি হাজার দর্শক উপস্থিত ছিল মালদহ ডিএসএ ময়দানে।
এছাড়াও এদিন এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব , ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও এদিনের এই ম্যাচের উদ্যোক্তা উত্তরবঙ্গ ক্রিয়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য জেলার বিশিষ্ট ক্রীড়া প্রেমী মানুষেরা।
Harshit Singh