TRENDING:

Malda News: ট্রেনের কামরা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! গ্রেফতার মা ও ছেলে

Last Updated:

Malda News: ট্রেনের এসি কামরায় যাত্রী মা ও ছেলে। সঙ্গে একাধিক বড় বড় ব্যাগ। মালদহ টাউন স্টেশনে তল্লাশি করতেই ব্যাগগুলি থেকে বেড়িয়ে আসল লক্ষ লক্ষ টাকার গাঁজা। যা দেখে চক্ষু চড়কগাছ রেল পুলিশের। ঘটনা ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ট্রেনের এসি কামরায় যাত্রী মা ও ছেলে। সঙ্গে একাধিক বড় বড় ব্যাগ। মা ও ছেলের আচরণ দেখে সন্দেহ হয় রেল পুলিশের। মালদহ টাউন স্টেশনে তল্লাশি করতেই ব্যাগগুলি থেকে বেড়িয়ে আসল লক্ষ লক্ষ টাকার গাঁজা। যা দেখে চক্ষু চড়কগাছ রেল পুলিশের। ঘটনা ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের।উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে সংগ্রহ করে কলকাতায় পাচার করতবলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
অভিযুক্তদের আদালতে পেশ করা হচ্ছে
অভিযুক্তদের আদালতে পেশ করা হচ্ছে
advertisement

দুজনকেই গ্রেফতারের পর মঙ্গলার মালদহ আদালতে তোলে রেল পুলিশ। রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত মা ও ছেলে আলিপুর দুয়ার থেকে শিয়ালদহের টিকিট কাটে এসি কামড়ার ১ এর ৫ ও ৬ নম্বর বার্থে ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রে মালদহ টাউন স্টেশনে হানা দেয় রেল পুলিশের বিশেষ টিম। ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এ-১ কোচে তল্লাশী চালালে ওই কামড়ার ৫,৬ নম্বর বার্থের সিটের তলা থেকে চারটি ব্যাগ উদ্ধার হয়।সেই ব্যাগে বেআইনি গাঁজা সহ মা ও ছেলেকে গ্রেফতার করে আরপিএফ এর সিআইবি এর বিশেষ দল।

advertisement

আরও পড়ুনঃ Brain Teaser Matchstick Puzzle: 1+1=6, একটি কাঠি সরিয়ে ঠিক করুন এই ভুল অঙ্ক, দেখা যাক কত বুদ্ধি আপনার

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মায়োনি সরকার এবং তার ছেলে তুষার সরকার। এদের বাড়ি আলিপুরদুয়ারের শিরা দহি এলাকায়। পুলিশের অনুমান দীর্ঘ দিন ধরে ধৃতরা এই কাজ করে আসছেন। তবে এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িতে তা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ট্রেনের কামরা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! গ্রেফতার মা ও ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল