আম পাড়তে গিয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের মানিকপুর এলাকার। চোর ও বন্যপ্রাণীর হাত থেকে পোল্ট্রি ফার্ম বাঁচাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া তার দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছিল বলে মৃতের পরিবারের অভিযোগ। যদিও এইভাবে বৈদ্যুতিন তার দিয়ে কোনও কিছু ঘিরে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন: রাজ্যপালের সফরের পরই দিনহাটায় বোমা ফেটে জখম একই পরিবারের চারজন
advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিজয় মণ্ডল বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি আম বাগানে আম পাড়তে গিয়েছিলেন। সেই সময় আমবাগান সংলগ্ন পোল্ট্রি ফার্মের চারিদিকে লাগানো ইলেকট্রিক তারে তড়িৎদাহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকার মানুষ তাঁকে দ্রুত মালদহ মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্ত চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের আত্মীয় বুবাই মণ্ডল বলেন, আম বাগানের ভিতরে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ সংযোগ করে রেখেছে সেই বিষয়টি আমাদের জানা ছিল না।
হরষিত সিংহ