ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে।এমন অভিনব কায়দায় বেআইনি মদ পাচার চক্রের হদিশ মেলায় হতভাগ রেল পুলিশ।
মালদহ জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, মূলত বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল বেআইনি বিদেশি মদ।রেল পুলিশ ও আরপিএফ এর নজর এড়াতে অভিনব কায়দা আমের কার্টুনে ভরে পাচারের চেষ্টা করছিল ধৃত ২ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালিয়ে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হওয়া বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন - Murshidabad News: শুক্রবার থেকে নিখোঁজ ১১ বছরের শিশু! তারপরেই এল মর্মান্তিক খবর
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই যুবক হল পঙ্কজ কুমার (১৮) এবং রোশন কুমার (১৯)।দুই জনের বাড়ি বিহারের পাটনা থানার এলাকায়। আমের কাটনে করে বিদেশি মদ পাচার চক্র এই প্রথম মালদহে ধরা পড়ল। বিহার রাজ্যে মদ নিষিদ্ধ। তাই মাদক পাচারকারীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মালদা থেকে বিহারে মদ পাচারের চেষ্টা করে থাকে। এর আগেও মালদহের বিহার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার মদ পাচারকারীদের আটক করেছে পুলিশ।
মালদহ জিআরপির আইসি প্রশান্ত রায় বলেন, মালদহ থেকে পাটনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মালদহ টাউন রেলস্টেশনে আমের কার্টুনে করে মদ মজুদ রাখা ছিল। পাটনা এক্সপ্রেসে করে ওই মদ গুলি নিয়ে যাওয়া হত বিহারের পাটনায়।অভিযুক্ত দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জিআরপি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার অভিযুক্ত দুজনকে মালদহ জেলা আদালতে পেশ করে জিআরপি থানার পুলিশ।
Harashit Singha






