ইতিমধ্যে মালদহের জেলাশাসক স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে দ্রুত চোখের অপারেশনের নির্দেশ দেন। এমনকি জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আয়োজিত এই বৈঠকে নির্দিষ্ট কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সমস্ত ব্যাকলগ নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সংস্কারের পর চালু হল মালদহ পুলিশ হাসপাতাল
advertisement
মালদহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত চোখের আলো প্রকল্পে ৬০০ জন চোখের অপারেশন করানোর জন্য নাম নথিভুক্ত করেছেন। কিন্তু অজানা কারণে দীর্ঘদিন ধরে তাদের অপারেশন হয়নি।
মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত পরিষেবা দিতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। মালদহ সদর মহকুমার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চাঁচোল মহকুমায়, চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের আলো প্রকল্পের অপারেশন করা হয়। মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে ৯ জন ও চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ২ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা করেন। প্রতিদিন মালদহ জেলার দুটি হাসপাতালে ৩০ থেকে ৩৫ জনের চোখের অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জায়গা কম, ডাঁই করা মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর! মালদহ মর্গের শিউরে ওঠা পরিস্থিতি
চলতি সপ্তাহ থেকে তা শুরু করেছে স্বাস্থ্য দফতর। রোগীদের সুবিধার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে প্রতিটি ব্লকের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করার জন্য। রোগীদের একত্রিত করে বাসে করে হাসপাতালে পাঠানো হবে। চাঁচোল মহকুমার পাঁচটি ব্লকের রোগীদের চিকিৎসা হবে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে, বাকি দশটি ব্লকের রোগীদের চিকিৎসা করা হবে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
চোখের আলো প্রকল্পের মাধ্যমে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই এই প্রকল্পকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারিভাবে সব রকম সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশিকা রয়েছে। সরকারি নির্দেশিকা মেনে মালদা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর দ্রুত এই পরিষেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।