TRENDING:

Malda: আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিক মিটে চারটি পদক পেল মালদহ

Last Updated:

আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিক মিটে চারটি পদক পেল মালদহ জেলা। হুগলির জিরাতে আয়োজিত ২৯ তম আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিকস মিটে মালদহ জেলার তিনটি কোচিং ক্যাম্পের মোট কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিক মিটে চারটি পদক পেল মালদহ জেলা। হুগলির জিরাতে আয়োজিত ২৯ তম আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিকস মিটে মালদহ জেলার তিনটি কোচিং ক্যাম্পের মোট কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গত শনি ও রবিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই কোচিং ক্যাম্প মিট। মালদহ জেলার দল তিনটি ইভেন্টে মোট চারজন পদক পেয়েছে। দুইজন প্রথম, একজন দ্বিতীয় ও একজন তৃতীয় হয়েছেন।এছাড়াও নয় জন প্রতিযোগী বেস্ট ছয় নম্বরে প্রতিযোগিতা শেষ করেছেন। ছেলেদের অনুর্দ্ধ-১৬ বিভাগে ডিসকাস থ্রো ইভেন্টে দেবাংশু ঘোষ প্রথম হয়েছেন। তিনি ৩০.৬০ মিটার ডিস ছুড়েছেন। এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন সৌরভ মন্ডল।তিনি ছুঁড়েছেন ২৩ মিটার। দুইজনের বাড়ি মালদা ইংরেজবাজার থানা এলাকায়। মেয়েদের অনুর্দ্ধ- ১৪ বিভাগে দীর্ঘ লম্ফনে প্রথম হয়েছেন মণিমা মুদি। তিনি ৪.৭৬ মিটার লাফ দিয়েছেন। তাঁর বাড়ি গাজোল থানার পাঁচ মাইল এলাকায়। মেয়েদের অনুর্দ্ধ-১৬ বিভাগে শর্টপুট থ্রোতে তৃতীয় হয়েছেন সুস্মিতা কর। তিনি ছুঁড়েছেন ৮.৪২ মিটার। তাঁর বাড়ি পুরাতন মালদহ থানা এলাকায়।
advertisement

মালদহ জেলার পাল স্পোর্ট কোচিং সেন্টার, নারীশক্তি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ও সেবা আশ্রম অ্যাথলেটিক্স কোচিং সেন্টার এই তিনটি কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। দলের কোচ ছিলেন অসিত পাল ও পুলক ঝাঁ। দুইজন কোচের অধীনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুড়ি জন খেলোয়াড়। আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিকস মিটে জেলার ঝুলিতে চারটি পদক আসায় খুশি জেলার ক্রীড়ামহল। দলের কোচ অসিত পাল বলেন, গত কয়েক বছরের তুলনায় এই বছর আমাদের জেলা ভাল ফলাফল করেছে।

advertisement

আরও পড়ুনঃ Malda: আমজামতলা গ্রামে উদ্বোধন হল বুদ্ধ মন্দিরের

কুড়ি জন অংশগ্রহণ করেছিল মালদহ জেলা থেকে। তাদের মধ্যে দুটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে মালদহ। মোট চারটি পদক এসেছে। এছাড়াও অন্যান্যরাও ভালো খেলেছেন। আশা করছি আগামীতে মালদহ জেলার খেলাধুলার মান আরো উন্নত হবে। আরো বেশি পদকের আশায় আমরা রয়েছি। এই জয়ে আমরা খুশি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

 Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিক মিটে চারটি পদক পেল মালদহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল