এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে মালদহ জেলাজুড়ে। ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা হাতে কাগজ-কলম নিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। আশেপাশে জমে রয়েছে সাধারণ মানুষের ভিড়, সেখানে উপস্থিত রয়েছেন বেশ কিছু পুলিশকর্মী। হঠাৎ সেই ভিড়ের মধ্যে একটি মহিষ দৌড়তে শুরু করল।
advertisement
আরও পড়ুন: অবশেষে রোদের দেখা, মেঘের চাদর সরিয়ে ঘুম ভাঙল কাঞ্চনজঙ্ঘার! এমন অপূর্ব দৃশ্য দেখুন
মহিষের গুঁতোর ভয়ে যে যার মতো এদিক-ওদিক ছোটাছুটি করে পালাতে থাকেন। তবে ওই মহিষের সামনে পড়ে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য। তিনিও দৌড়াতে শুরু করেন। বেশ কিছুটা দৌড়ে যাওয়ার পর উপস্থিত পুলিশ কর্মী ও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা মহালদারপাড়ায় ঘটেছে।
আরও পড়ুন: হঠাৎ বিকট আওয়াজ, শীতের রাতে বিয়েবাড়ির বাসে রক্তারক্তি কাণ্ড! উঠল কান্নার রোল
এদিন এই গ্রামে আবাস যোজনার তদন্তে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য। সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই একটি মহিষ লাগাম ছাড়া হয়ে দৌড়ে আসে তাঁর দিকে। তবে পুলিশের লাঠির তারায় মহিষ পালিয়ে যায়। দ্বিতীয় দফায় মালদায় কেন্দ্রীয় প্রতিনিধির দল আবাস যোজনা প্রকল্পের তদন্তে এসেছেন। মালদহে তদন্তে এসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের। এবার মহিষের তাড়ার ভিডিও ভাইরাল।
হরষিত সিংহ