TRENDING:

Malda Viral Video: আবাস যোজনার তদন্তে গ্রামের রাস্তায় কেন্দ্রীয় দলকে দেখেই এ কী কাণ্ড! ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated:

Malda Viral Video: সকলেই ছোটাছুটি পালাতে থাকে। সামনে পড়ে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য। তারপরের কাণ্ড ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ভিড় লক্ষ্য করে মহিষের দৌড়। সকলেই ছোটাছুটি করে পালাচ্ছেন। মহিষের সামনে পড়ে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্যও। মহিষের সামনে পড়ে তিনিও বাঁচার চেষ্টায়  প্রাণপণ দৌড়লেন। তবে কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে সেখানে কর্তব্যরত পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন আবাস যোজনা প্রকল্পের তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য।
advertisement

এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে মালদহ জেলাজুড়ে। ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা হাতে কাগজ-কলম নিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। আশেপাশে জমে রয়েছে সাধারণ মানুষের ভিড়, সেখানে উপস্থিত রয়েছেন বেশ কিছু পুলিশকর্মী। হঠাৎ সেই ভিড়ের মধ্যে একটি মহিষ দৌড়তে শুরু করল।

advertisement

আরও পড়ুন: অবশেষে রোদের দেখা, মেঘের চাদর সরিয়ে ঘুম ভাঙল কাঞ্চনজঙ্ঘার! এমন অপূর্ব দৃশ্য দেখুন

মহিষের গুঁতোর ভয়ে যে যার মতো এদিক-ওদিক ছোটাছুটি করে পালাতে থাকেন। তবে ওই মহিষের সামনে পড়ে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য। তিনিও দৌড়াতে শুরু করেন। বেশ কিছুটা দৌড়ে যাওয়ার পর উপস্থিত পুলিশ কর্মী ও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা মহালদারপাড়ায় ঘটেছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ বিকট আওয়াজ, শীতের রাতে বিয়েবাড়ির বাসে রক্তারক্তি কাণ্ড! উঠল কান্নার রোল

এদিন এই গ্রামে আবাস যোজনার তদন্তে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য। সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই একটি মহিষ লাগাম ছাড়া হয়ে দৌড়ে আসে তাঁর দিকে। তবে পুলিশের লাঠির তারায় মহিষ পালিয়ে যায়। দ্বিতীয় দফায় মালদায় কেন্দ্রীয় প্রতিনিধির দল আবাস যোজনা প্রকল্পের তদন্তে এসেছেন। মালদহে তদন্তে এসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের। এবার মহিষের তাড়ার ভিডিও ভাইরাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

হরষিত সিংহ 

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda Viral Video: আবাস যোজনার তদন্তে গ্রামের রাস্তায় কেন্দ্রীয় দলকে দেখেই এ কী কাণ্ড! ভিডিও দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল