Darjeeling Weather Update: অবশেষে রোদের দেখা, মেঘের চাদর সরিয়ে ঘুম ভাঙল কাঞ্চনজঙ্ঘার! এমন অপূর্ব দৃশ্য দেখুন

Last Updated:
Darjeeling Weather Update: অবশেষে শুক্রবার দেখা মিলেছে রোদের। সঙ্গে বইছে হিমেল হাওয়া। পারদ নামলেও কুয়াশার চাদর সরিয়ে মুখ তুলেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।
1/6
কুয়াশা আর মেঘে ঢাকা পড়েছিল পাহাড়। অবশেষে শুক্রবার দেখা মিলেছে রোদের। সঙ্গে বইছে হিমেল হাওয়া। পারদ নামলেও কুয়াশার চাদর সরিয়ে মুখ তুলেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। (ছবি ও তথ্য-- পার্থপ্রতিম সরকার)
কুয়াশা আর মেঘে ঢাকা পড়েছিল পাহাড়। অবশেষে শুক্রবার দেখা মিলেছে রোদের। সঙ্গে বইছে হিমেল হাওয়া। পারদ নামলেও কুয়াশার চাদর সরিয়ে মুখ তুলেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। (ছবি ও তথ্য-- পার্থপ্রতিম সরকার)
advertisement
2/6
শৈলশহরের ম্যালের ভিউ পয়েন্টে দেখা গিয়েছে পর্যটকদেরও। যদিও এই মূহূর্তে সংখ্যাটা কমই। তবু এমন মনোরম আবহাওয়ায় মজেছেন ভ্রমণপিপাসুরা।
শৈলশহরের ম্যালের ভিউ পয়েন্টে দেখা গিয়েছে পর্যটকদেরও। যদিও এই মূহূর্তে সংখ্যাটা কমই। তবু এমন মনোরম আবহাওয়ায় মজেছেন ভ্রমণপিপাসুরা।
advertisement
3/6
দার্জিলিংয়ের তাপমাত্রা আজ ৩-৪ ডিগ্রি। অন্যদিকে, কালিম্পংয়েও রোদ ঝলমলে আবহাওয়া। কনকনে ঠাণ্ডা, পারদ ৬-৭ ডিগ্রির মাঝে।
দার্জিলিংয়ের তাপমাত্রা আজ ৩-৪ ডিগ্রি। অন্যদিকে, কালিম্পংয়েও রোদ ঝলমলে আবহাওয়া। কনকনে ঠাণ্ডা, পারদ ৬-৭ ডিগ্রির মাঝে।
advertisement
4/6
দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। কিন্তু তুষারকণা দেখা মিলছে না পাহাড়ের রানিতে। এ যেন এক অচেনা পাহাড়। রোদ উঠলেও রোদের তেজ তেমন নেই। কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে।
দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। কিন্তু তুষারকণা দেখা মিলছে না পাহাড়ের রানিতে। এ যেন এক অচেনা পাহাড়। রোদ উঠলেও রোদের তেজ তেমন নেই। কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে।
advertisement
5/6
তবে রাত হতে না হতেই কুয়াশায় মুড়ে যাচ্ছে সমতলের প্রত্যেকটি এলাকা। কুয়াশার দাপট থাকছে সকাল পর্যন্ত। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রার পতন। ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গবাসী।
তবে রাত হতে না হতেই কুয়াশায় মুড়ে যাচ্ছে সমতলের প্রত্যেকটি এলাকা। কুয়াশার দাপট থাকছে সকাল পর্যন্ত। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রার পতন। ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গবাসী।
advertisement
6/6
আবহাওয়া দফতর সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, 'উত্তরের আকাশ থেকে মেঘ সরে যেতেই সূর্যের দেখা মিলছে এবং তাপ বিকিরণের জেরে রাতের তাপমাত্রা কমছে।' বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে, জানাচ্ছেন তিনি। (ছবি ও তথ্য-- পার্থপ্রতিম সরকার)
আবহাওয়া দফতর সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, 'উত্তরের আকাশ থেকে মেঘ সরে যেতেই সূর্যের দেখা মিলছে এবং তাপ বিকিরণের জেরে রাতের তাপমাত্রা কমছে।' বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে, জানাচ্ছেন তিনি। (ছবি ও তথ্য-- পার্থপ্রতিম সরকার)
advertisement
advertisement
advertisement