প্রথম থেকেই মালদহের অন্যরঙ্গ নাট্য দলে অভিনয় করে আসছেন। গত পাঁচ বছরে তিনি ১৫ টির বেশি নাটকে অভিনয় করে আসছেন। বর্তমানে নিয়মিত মালদহের অন্যরঙ্গ দলে অভিনয় করে আসছেন। অন্যরঙ্গ প্রযোজিত অথঃ চ অনাম্মী নাটকটি যথেষ্ট সুনাম কুড়িয়েছে একাধিক মঞ্চে। মালদহ সহ কলকাতার একাধিক মঞ্চে এই নাটকটি অভিনীত হয়েছে।
আরও পড়ুনঃ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড মাতৃমা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখলেন নয়া জেলাশাসক
advertisement
নাটকে সত্যবতী চরিত্রে বিশেষ নজর কেড়েছেন আশাবরী গুপ্ত। তারই সুবাদে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে পুরস্কারের জন্য মনোনীত হয় তাঁর নাম। আশাবরী গুপ্ত বলেন, আমার কাছে পুরস্কারটি বড় নয়। ভালো অভিনয় করে সকলের মন জয় করতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা।
আরও পড়ুনঃ ইন্টার ক্লাব কাবাডি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০টি ও মেয়েদের ৪টি দল
আগামীতে আরও ভাল কাজ করার মনোবল বৃদ্ধি পাবে। আমি চাই আগামীতে নাটকে আরো ভালো অভিনয় করতে। মালদহ জেলার নাট্যশিল্পী আশাবরী গুপ্তের এমন সাফল্যের খুশি জেলার নাট্য প্রেমী মানুষ থাকে অন্যান্য শিল্পীরা। তার এমন সাফল্য কে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Harashit Singha