এতে খুশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। বাংলা বিভাগের পিএইচডি গবেষক প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘আমরা খুব খুশি আমাদের অধ্যাপক এমন সম্মান পেতে চলেছেন। আমাদের বিশ্ববিদ্যালয় এবং বাংলা বিভাগের জন্য এটি খুবই ভাল খবর৷’’ একাধিক গবেষণামূলক কাজ, ছাত্র-ছাত্রীদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি-সহ শিক্ষা জগতের একাধিক কার্যকলাপের জন্যই তিনি এই সম্মানে সম্মানিত হতে চলেছেন।
advertisement
প্রফেসর ড: সৌরেন বন্দ্যোপাধ্যায় ১৯৯৯ সালে প্রথম বালুরঘাট কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা শুরু করেন। তারপর থেকেই একের পর এক গবেষণা মূলক একাধিক কাজ করে চলেছেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত ভারত-বাংলাদেশের আর্থসামাজিক বিষয় ও আঞ্চলিক ভাষা নিয়ে গবেষণা প্রকল্প করেছেন তিনি৷ তাঁর এই গবেষনাটি একাধিক সুনাম কুড়িয়েছে।
আরও পড়ুন: কুড়ি বছর পর জাতীয় ফুটবলের আসর মালদহে! উত্তেজনায় ফুটছে গোটা জেলা
এছাড়াও একাধিক পত্রপত্রিকা জার্নালে তাঁর প্রবন্ধ, গবেষণা মূলক লেখনী প্রকাশিত হয়েছে। গৌড়বঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা তাঁর কাছে উপকৃত হয়েছেন,গবেষণা করেছেন তাঁর অধীনে। দীর্ঘদিন যাবত এমন সাফল্যের সম্মান পেতে চলেছেন ড: সৌরেন বন্দ্যোপাধ্যায় । এই সম্মান পাওয়ার খবরে তিনি খুশি৷ তিনি বলেন, ‘‘এই সম্মান শিক্ষক কুলের সম্মান।’’ তাঁকে এমন সম্মান দেওয়ায় তিনি খুশি। তিনি আনন্দিত উৎসাহিত। আগামীতে শিক্ষাদানের ক্ষেত্রে এই সম্মান অনেকটাই প্রবাহিত করবে তাঁকে।
হরষিত সিংহ