Malda News: কুড়ি বছর পর জাতীয় ফুটবলের আসর মালদহে! উত্তেজনায় ফুটছে গোটা জেলা
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দীর্ঘ কুড়ি বছর পর জাতীয় ফুটবলের আসর বসতে চলেছে মালদহে। উত্তেজনায় ফুটছে জেলার ক্রীড়াপ্রেমী মানুষজন
মালদহ: প্রায় ২০ বছর পর মালদহে জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টের আসর বসতে চলেছে। জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনূর্ধ্ব-১৫ জুনিয়র বয়েজ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। জেলায় জাতীয় ফুটবলের আসর বসায় উত্তেজনায় ফুটছে ক্রীড়া-প্রেমীরা।
মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠের পরিকাঠামো উন্নয়নের পরই জাতীয় টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দেওয়া হয়। অনূর্ধ্ব-১৫ পর্যায়ের এই জাতীয় ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার ক্রীড়াসূচি ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সাতটি রাজ্যের ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। মেঘালয়, কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা এবং মিজোরাম খেলবে। সকালে এবং বিকেলে দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। দর্শকদের প্রবেশ অবাধ বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
advertisement
advertisement
সাংবাদিক সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা দেবব্রত সাহা, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস, জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য দুলাল সরকার সহ জেলার একঝাঁক ক্রীড়া ব্যক্তিত্ব। মালদহ জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রায় ২০ বছর পর জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেলায়। অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগ পর্যায়ের খেলাগুলি এখানে হবে। মোট সাতটি রাজ্য মালদহে খেলতে আসছে। তিনি এও জানান জাতীয় ফেডারেশনের কর্তারা জেলার মাঠ পরিদর্শনের পর সন্তুষ্ট হয়েই টুর্নামেন্টের ছাড়পত্র দিয়েছেন।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 31, 2023 3:44 PM IST







