চিকিৎসকেরা জানিয়েছেন বেসরকারি কোনও নামীদামি হাসপাতাল থেকে এই রোগের অস্ত্রোপচার করতে হলে শুধুমাত্র অস্ত্রোপচারের খরচ পড়ত প্রায় দেড় লক্ষ টাকা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে মালদহ মেডিক্যাল কলেজে এই পরিষেবা পেলেন রোগী।এতদিন ধরে মালদহ মেডিক্যাল কলেজে সম্ভব ছিল না এই ধরনের অস্ত্রোপচার। নিউরো সংক্রান্ত অস্ত্রোপ্রচারের ক্ষেত্রে ছুটতে হত শিলিগুড়ি অথবা কলকাতা বা ভিন রাজ্যে। কিন্তু এ বার অবাস্তবকে বাস্তব করে দেখাল মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন : বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম, বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদহ শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা, ৬০ বছর বয়সি রঞ্জন সাহা ২৩ দিন আগে গাছ থেকে পড়ে জখম হয়েছিলেন। তার কোমরের হার ভেঙে গিয়েছিল। চিকিৎসা চলছিল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিউরো সংক্রান্ত চিকিৎসা চলছিল ওই মুমূর্ষ রোগীর।
আরও পড়ুন : সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী
অবশেষে বুধবার সকালে হাসপাতালের নিউরো বিভাগের পক্ষ থেকে একটি টিম গঠন করা হয়। বিশিষ্ট নিউরোসার্জেন ডক্টর অশোক কুমার আচারিয়ার নেতৃত্বে ৬ ঘণ্টার প্রচেষ্টায় এই অপারেশনটি হয় । এখন রোগী ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা । চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে রোগীকে। আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন রোগী। জানিয়েছেন ডাক্তাররা।