Old Age Home Love: বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম, বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা

Last Updated:

Old Age Home Love: কোলাপুরের ওই দম্পতি একে অন্যের মধ্যে খুঁজে পেলেন ভালবাসা। পরিণত বয়সেই বিয়ে করলেন। শিলমোহর দিলেন প্রেমে

বৃদ্ধাশ্রমে পৌঁছে শেষ থেকেই শুরু করলেন এক বৃদ্ধ দম্পতি
বৃদ্ধাশ্রমে পৌঁছে শেষ থেকেই শুরু করলেন এক বৃদ্ধ দম্পতি
কোলাপুর : বৃদ্ধাশ্রমকে জীবনের শেষ পর্ব বলে ধরে নেন অধিকাংশ ভারতীয়। কিন্তু বৃদ্ধাশ্রমে পৌঁছে শেষ থেকেই শুরু করলেন এক বৃদ্ধ দম্পতি। কোলাপুরের ওই দম্পতি একে অন্যের মধ্যে খুঁজে পেলেন ভালবাসা। পরিণত বয়সেই বিয়ে করলেন। শিলমোহর দিলেন প্রেমে।
কোলাপুরের শিরোল তালুক এলাকায় ঘোসরওয়াড় এলাকার জানকী বৃদ্ধাশ্রমে থাকতেন অনুসুইয়া শিন্ডে এবং বাবুরাও পাতিল। বৃদ্ধাশ্রমে থাকতে থাকতেই প্রেমে পড়েন জীবনের উপান্তে পৌঁছে যাওয়া এই যুগল। মনের দ্বিধা, সমাজের রক্তচক্ষু-সব উপেক্ষা করে আজ ৭৫ বছরের বাবুরাও এবং ৭০ বছর বয়সি অনুসুইয়া দম্পতি। তাঁরা দুজন এখন আলোচনার কেন্দ্রে।
advertisement
advertisement
অনুসুইয়া পুণের ভাগোলি এলাকার বাসিন্দা। বাবুরাও থাকতেন শিরোল তালুকের শিবনাকবড়িতে। জীবনসঙ্গীকে হারিয়ে গত দু’ বছর ধরে থাকছিলেন এই বৃদ্ধাশ্রমে। শারীরিক ভাবে সচল হলেও মানসিক দিক থেকে ছিলেন নিঃসঙ্গ। দুজনে গল্প করে হাল্কা করতেন মনের ভার। অবশেষে অনুসুইয়াকে প্রেমের প্রস্তাব দেন বাবুরাও। তাঁর প্রস্তাবে সম্মতি জানান অনুসুইয়া। এর পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁদের ইচ্ছে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন চারপাশের পরিচিতরা।
advertisement
আরও পড়ুন :  দিদি লম্বা, বোন খর্বকায়, উচ্চতার ব্যবধান আকাশপাতাল! কে বলবে এরা যমজ বোন
স্থানীয় গ্রামবাসী এবং বৃদ্ধাশ্রমের আধিকারিকদের উপস্থিতিতে বিয়ে করেন বাবুরাও এবং অনুসুইয়া। বিয়ের পর বাবুরাও বলেন, নিঃসঙ্গ বোধ করায় তিনি বৃদ্ধাশ্রমে আসেন। বিয়ের পর তিনি খুশি। নতুন কনে অনুসুইয়ার কথায়, "বাবুরাও প্রোপোজ করার পর ৮ দিন সময় নিই উত্তর দেওয়ার আগে। এখন মনে হচ্ছে বিয়ের প্রস্তাবে সম্মত হয়ে ঠিকই করেছি। "
বাংলা খবর/ খবর/দেশ/
Old Age Home Love: বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম, বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement