আইআরসিটিসি ইস্ট জোনের কর্তারা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মালদহে। আই আর সিটিসি সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ নভেম্বর ২০২২ কলকাতা স্টেশন থেকে ছাড়বে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন।
আরও পড়ুন: পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত পুরকর্মীরা! মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ! জানুন
advertisement
১২ দিন ১১ রাত্রি ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করাবে এই ট্রেন। ভ্রমণে দর্শনীয় স্থানগুলি রয়েছে উজ্জৈয়ন ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি। এই ভ্রমণে স্লীপারে একজনের খরচ ২২০১০ টাকা ও ইন কমফোর্ট ক্লাসে( এসি ৩) একজনের খরচ ৩৩০২০ টাকা। শুধুমাত্র ট্রেনের ভাড়া নয় এই প্যাকেজের মধ্যেই হোটেলে রাত্রি নিবাস নিরামিষ আহার বাসে করে দর্শনীয় স্থান ভ্রমণ সমস্ত কিছুই।ভ্রমণপিপাসু মানুষ এই প্যাকেজ বুকিং করতে পারেন আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখা অফিসে। অথবা আইআরসিটিসি ওয়েবসাইটে। আই আর সিটিসি ওয়েবসাইট হল-
www.irctctourism.com যোগাযোগ - 8595904073/8595904075
হরষিত সিংহ