TRENDING:

Malda News | Swadesh Darshan : কলকাতা থেকে ছাড়বে 'স্বদেশ দর্শন' ট্যুরিস্ট ট্রেন! ভাড়া কত? কী কী দেখানো হবে! জানুন বিস্তারিত

Last Updated:

Malda News | Swadesh Darshan : দেশের দর্শনীয় স্থান গুলিতে ভ্রমণে নিয়ে যাচ্ছে ভারতীয় রেলের আইআরসিটিসি। 'স্বদেশ দর্শন জ্যোতিলিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেনের সব তথ্য জেনে নিন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  দেশের দর্শনীয় স্থান গুলিতে ভ্রমণে নিয়ে যাচ্ছে ভারতীয় রেলের আইআরসিটিসি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা স্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে। দেশের একাধিক দর্শনীয় স্থানগুলিতে ভ্রমণ করাবে এই স্পেশাল ট্রেন। ইতিমধ্যে আইআরসিটিসির ইস্ট জনের পক্ষ থেকে স্বদেশ দর্শন স্পেশাল টুরিস্ট ট্রেনের বুকিং খোলা হয়েছে। সাধারণ মানুষ চাইলেই এই স্পেশাল ট্রেন বুকিং করে ঘুরতে পারবেন দেশের একাধিক দর্শনীয় স্থান।
advertisement

আইআরসিটিসি ইস্ট জোনের কর্তারা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মালদহে। আই আর সিটিসি সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ নভেম্বর ২০২২ কলকাতা স্টেশন থেকে ছাড়বে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন।

আরও পড়ুন:  পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত পুরকর্মীরা! মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ! জানুন

advertisement

১২ দিন ১১ রাত্রি ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করাবে এই ট্রেন। ভ্রমণে দর্শনীয় স্থানগুলি রয়েছে উজ্জৈয়ন ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি। এই ভ্রমণে স্লীপারে একজনের খরচ ২২০১০ টাকা ও ইন কমফোর্ট ক্লাসে( এসি ৩) একজনের খরচ ৩৩০২০ টাকা। শুধুমাত্র ট্রেনের ভাড়া নয় এই প্যাকেজের মধ্যেই হোটেলে রাত্রি নিবাস নিরামিষ আহার বাসে করে দর্শনীয় স্থান ভ্রমণ সমস্ত কিছুই।ভ্রমণপিপাসু মানুষ এই প্যাকেজ বুকিং করতে পারেন আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখা অফিসে। অথবা আইআরসিটিসি ওয়েবসাইটে। আই আর সিটিসি ওয়েবসাইট হল-

advertisement

www.irctctourism.com যোগাযোগ - 8595904073/8595904075

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News | Swadesh Darshan : কলকাতা থেকে ছাড়বে 'স্বদেশ দর্শন' ট্যুরিস্ট ট্রেন! ভাড়া কত? কী কী দেখানো হবে! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল