১২ আগষ্ট ২০২২, কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জালালপুর এলাকায় অলোক মণ্ডল নামের এক ব্যাক্তির বাড়িতে হানা দেয়। সেখান থেকে পুলিশ ১৬৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল গুলি উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত নামে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তকে জেরা করে একাধিক ব্যক্তির নাম জানতে পারে।
advertisement
আরও পড়ুন: মাত্র ২ টাকায় দেখা হয় রোগী! ভেষজ চিকিৎসায় সুস্থ হচ্ছেন কঠিন অসুখে ভোগা বহু মানুষ! জানুন
সেই সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত নেমে উত্তর প্রদেশের আগ্রা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কালিয়াচক এ ফেনসিডিল সহ গ্রেফতার হওয়া পাচারকারীর সাথে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার হওয়া ব্যক্তির সরাসরি কোন যোগাযোগ নেই। দুইজনের মাঝে একাধিক পাচার চক্রের পান্ডা রয়েছে। যারা বর্তমানে পলাতক রয়েছে। তবে উত্তরপ্রদেশের অভিযুক্ত ব্যক্তি মালদহের কালিয়াচকের সরাসরি ফেনসিডিল পাঠাতো বাংলাদেশ পাচারের জন্য। সোমবার উত্তরপ্রদেশের অভিযুক্ত ব্যক্তিকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশে হেফাজতের আবেদন জানায় কালিয়াচক থানার পুলিশ।
হরষিত সিংহ