মূলা ষষ্ঠী পুজো হয়ে আসছে পুরাতন মালদহের মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে। স্থানীয়রা এখানে আমবাগানের নীচে পুজোয় মেতে ওঠেন। ষষ্ঠী পুজো উপলক্ষে দিনভোর চলে জুয়া খেলা। জমজমাট এই জুয়ারী মেলা আর অন্য কোথাও দেখা যায়না। লেউড়ির মেলা বলেও বিখ্যাত এই মেলা স্থানীয়দের মধ্যে কথিত আছে, মনসামঙ্গল কাব্য বেহুলা তাঁর স্বামী লখিন্দরকে ভেলায় করে এই নদীর উপর দিয়ে নিয়ে গিয়েছিলেন।তাই এই নদীর নাম বেহুলা।
advertisement
আরও পড়ুন: মশার ধূপই কী কাল হল! নিজের বাড়িই হয়ে গেল মৃত্যুপুরী! ঘটল ভয়াবহ ঘটনা
পুরাতন মালদহের মোকাতিপুরে জুয়ারির ঘাট ছিল। জুয়ারীকে আত্মহত্যার হাত থেকে এই ঘাটেই বাঁচিয়ে ছিলেন বেহুলা। তখন থেকেই এখানে মূলাষষ্ঠী উপলক্ষে জুয়ারী মেলা শুরু হয়। এখনো প্রাচীন রীতি মেনে এই মেলায় মহিলা পুরুষ সকলেই জুয়া খেলায় মেতে ওঠেন। মঙ্গলবার সকাল থেকেই বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমা পূজার্চনা করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন।মহিলারা জানিয়েছেন, পূজার অন্যান্য সামগ্রী পাশাপাশি প্রাসাদে দেওয়া হয় লেউড়ি মিষ্টান্ন। সকাল থেকে শুরু হয় মেলা সন্ধ্যে নামতেই শেষ হয় মেলা।
হরষিত সিংহ